এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা কেমন ছিল, জানিয়ে দিলেন মমতা!

নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা কেমন ছিল, জানিয়ে দিলেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নবান্ন অভিযানে বিজেপির নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা হয়েছে বলে অভিযোগ। যদিও বা পুলিশের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, তাদের দিকে পাথর ছোড়া হয়েছে। আর এই পরিস্থিতিতে একাধিক পুলিশ কর্মী আহত বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এবার এই গোটা বিষয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। যেখানে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ যথেষ্ট সংযত ছিল। আমাদের অনেক পুলিশ কর্মী আহত হয়েছে। বাইরে থেকে লোক নিয়ে এসে পুলিশের উদ্দেশ্যে বোমা ছোড়া থেকে শুরু করে পাথর ছোড়া হয়েছে। আন্দোলনের নামে এইসব জিনিস কাম্য নয়। আমি আহত পুলিশ কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি বিজেপির আন্দোলনকে প্রশ্নের মুখে ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!