এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার হাইকোর্টে চাপের মুখে স্কুল সার্ভিস কমিশন, নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে কোন নির্দেশ আসবে? রয়েছে নজর

এবার হাইকোর্টে চাপের মুখে স্কুল সার্ভিস কমিশন, নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে কোন নির্দেশ আসবে? রয়েছে নজর


কপ্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের নির্বাচনে তৃণমূল শিবিরের কাছে অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল পর্যাপ্ত চাকরির অভাব। এবং এই অস্ত্রকেই হাতিয়ার করে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রয়োগ করেছে বাম, কংগ্রেস এবং বিজেপি। দীর্ঘদিন ধরেই উচ্চ প্রাথমিক চাকুরীপ্রার্থীদের সঙ্গে রাজ্য সরকারের একটা বিরোধ চলছে। টেট পরীক্ষার সমস্ত কার্যবিধি সমাপ্ত হওয়া সত্বেও গত 7 বছর ধরে নিয়োগ আটকে রয়েছে। আর এই নিয়ে চলছে জলঘোলা। আপাতত এই সমস্যা এখন আদালতের আঙিনায়। আর সেই সূত্রে জানা গেছে, উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের জন্য এবার হয়তো কিছুটা আশার খবর শোনা যেতে পারে।

সূত্রের খবর, আগামী শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হবে তাই নিয়ে শুনানি হতে পারে। মঙ্গলবারই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর এজলাসে মামলা শুরু হয় নতুন করে। দ্রুত তালিকা প্রকাশ করার নির্দেশ আসতে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট চলতি বছরের মধ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেই প্রস্তুতি ধাক্কা খায়। এর পরেই মামলাকারী প্রার্থীরা আদালত অবমাননার অভিযোগে পাল্টা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কমিশনের পক্ষ থেকে আদালতে সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছিল। কিন্তু এতদিন পর্যন্ত বিভিন্ন অসুবিধার কারণে এই নিয়ে কোন সিদ্ধান্ত জানা যায়নি। তবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অনলাইনে ইন্টারভিউ চালানোর কথা বলা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগতভাবে অনলাইনে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে শুক্রবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করার চূড়ান্ত সময়সীমা বাড়ানোর আবেদন করতে পারে স্কুল সার্ভিস কমিশন বলে মনে করা হচ্ছে। কার্যত লকডাউন এবং বিধানসভা নির্বাচন উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়া যদি পিছিয়ে যায় তাতে অসুবিধা নেই। অন্তত কুড়ি হাজারের বেশি প্রার্থী সুযোগ পাবেন। সেক্ষেত্রে 354 টি তালিকা প্রকাশ করার কথা বলা হচ্ছে। অন্যদিকে পুরনো প্যানেল বাতিল করে নতুন করে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং সমস্ত কিছু সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা দিয়েছিলেন তিনি। যদিও তা হয়নি কোনটাই। এরই পরিপ্রেক্ষিতে এবার স্কুল সার্ভিস কমিশনকে আদালত কি নির্দেশ দেয়, সেদিকে নজর রাখছে ওয়াকিবহাল মহল। নির্বাচন মিটে গেলেও এবার উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের জন্য রাজ্য সরকার কী ব্যবস্থা গ্রহণ করবে, সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!