এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদির “মেগা প্যাকেজের” কামাল, হতাশা কাটিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার!

মোদির “মেগা প্যাকেজের” কামাল, হতাশা কাটিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার!


আগামী 17 মে ভারতবর্ষের তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ক্ষেত্র বন্ধ। করোনা ভাইরাসকে আটকাতে এই লকডাউনই এখন শেষ উপায় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। তাই এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে দেশের সমস্ত ক্ষেত্র বন্ধ থাকায় অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। তবে তৃতীয় দফার লকডাউন শেষ হওয়ার আগেই মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কুড়ি লক্ষ কোটি টাকার একটি প্যাকেজের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানাতে দেখা যায় দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের। কেননা লকডাউন পরিস্থিতি থেকে ওঠার পর দেশকে চাঙ্গা করতে হলে এইরূপ আর্থিক প্যাকেজ ঘোষণা অবশ্যই প্রয়োজনীয় বলে মনে করছেন অনেকে। আর যেমন ভাবা ঠিক তেমন কাজ। মঙ্গলবার প্রধানমন্ত্রী এই ঘোষণা করার পরেই বুধবার বাজার খুলতেই উঠতে শুরু করল সূচক। সূত্রের খবর, এদিন বাজার খোলার সাথে সাথেই সেন্সেক্স একলাফে 680 পয়েন্ট থেকে বেড়ে 32 হাজার 130 এ পৌঁছে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে নিফটিও 9 হাজার 450 পয়েন্ট ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, টাটা কেমিক্যালস, অম্বুজা সিমেন্টের মত নামিদামি কোম্পানিগুলোও এর ফলে লাভের মুখ দেখতে শুরু করে। তবে এদিন সকালে লেনদেন শুরু হতেই সূচক 700 পয়েন্টের আশেপাশে নামতে দেখা যায়। যার ফলে অনেকেরই চিন্তা বাড়তে শুরু করে। একাংশের মতে, করোনা মহামারী ফলে যারা শহরে ক্রয় করেন, তাদের অনেকেরই লোকসান পুষিয়ে যাওয়ায় শেয়ার বিক্রি করে দিয়েছেন।

তবে দেশে যেদিন আসছে, তার আগে যেভাবে প্রধানমন্ত্রী কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, তার ফলে কিছুটা হলেও মানুষের মনে তৈরি হয়েছে আশার আলো। জানা গেছে, ইতিমধ্যেই দেশের বিশিষ্ট শিল্পপতিরা প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে এরকম পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কেন্দ্রীয় সরকারের।

তাই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে 20 লক্ষ্য কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করে নতুন দিশা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল শেয়ার বাজার – যা করোনার এই কঠিন সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে যখন করোনা মহামারী যখন খুব তাড়াতাড়ি বিদায় নেবে না বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন প্রধানমন্ত্রীর এই ঘোষণা মত ভবিষ্যতে এর ফলে দেশে কতটা সুদিন আসে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!