এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্ষমতায় ফিরেই কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালানোর আর্জি প্রধানমন্ত্রীকে মমতা ব্যানার্জ্জীর, জল্পনা তুঙ্গে

ক্ষমতায় ফিরেই কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালানোর আর্জি প্রধানমন্ত্রীকে মমতা ব্যানার্জ্জীর, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে জোরদার লড়াই দেখা গিয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। প্রথম থেকেই এ রাজ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন কেন্দ্রীয় নেতারা ক্ষমতায় এলে রাজ্যের প্রত্যেক কৃষককে পিএম কিষাণ প্রকল্পের আওতায় 18000 টাকা দেওয়া হবে। রাজ্যের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলাতেও বারবার এই প্রতিশ্রুতি শোনা গিয়েছে। কিন্তু সব রকম প্রতিশ্রুতি সত্ত্বেও শেষ পর্যন্ত খেলা জিতে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেই মমতা ব্যানার্জ্জী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন রাজ্যের প্রত্যেক কৃষককে যে পিএম কিষাণ প্রকল্পের আওতায় যে 18 হাজার টাকা দেওয়ার কথা ছিল, তা দেবার আবেদন করে।

প্রসঙ্গত, বরাবরই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে প্রকল্প নিয়ে চাপানউতোর হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনে তা বিজেপি নেতা নেত্রীদের গলাতেও শোনা গেছে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী পদে এসে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন অভিযোগের সুযোগ রাখলেন না। তিনি রীতিমতো পরিসংখ্যান উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবেদন করলেন রাজ্যের প্রতিটি কৃষককে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যেন অতি সত্বর দেওয়া হয়। নবান্নে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে রীতিমত পরিসংখ্যান তুলে ধরা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর পরিসংখ্যান অনুযায়ী পিএম কিষাণ নিধি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্যের পক্ষ থেকে 21.79 লক্ষ কৃষকের নাম পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের পোর্টালে মাত্র 9.84 লক্ষ মানুষের নাম নথিভুক্ত হয়েছে। পাশাপাশি রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কিন্তু এখনও পর্যন্ত 57.67 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন বলে তৃণমূল নেত্রী দাবি করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে সেখানেই তিনি উল্লেখ করেছেন রাজ্যবাসীকে দেওয়া বিজেপির পক্ষ থেকে দেওয়া কিষাণ নিধি প্রকল্পের প্রতিশ্রুতি।

খুব স্বাভাবিকভাবেই এই চিঠি নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাজ্যে কিষান সম্মান নিধি প্রকল্প চালু হবে কিনা সেটাই এখন দেখার। তৃণমূল শিবিরের দাবী, যদি তা না হয় তাহলে বুঝে নিতে হবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে শুধুমাত্র ভোটে জেতার জন্যই বাংলায় এসে 18000 টাকা দেবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। যদিও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!