এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অনুমতি না নিয়েও দলীয় সভায় মমতা! কৌশলী প্রচারে কটাক্ষ বিরোধীদের !

অনুমতি না নিয়েও দলীয় সভায় মমতা! কৌশলী প্রচারে কটাক্ষ বিরোধীদের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- জমজমাট প্রচারে জমে উঠেছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সেদিক থেকে শাসক শুরু করে বিরোধী, একে অপরের বিরুদ্ধে নানা বিষয়ে সরব হতে শুরু করেছেন। করোনা পরিস্থিতির কারণে প্রচারে অনেকটাই কাটছাঁট করার কথা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের প্রচারের ক্ষেত্রে একগুচ্ছ নিয়ম রয়েছে। সকলেই জানেন, প্রচারে কোথায় প্রার্থী উপস্থিত হবেন এবং কোথায় দলগতভাবে প্রচার করা হবে, তার তালিকা দিয়ে সেই অনুমতি নির্বাচন কমিশনের কাছ থেকে নিতে হয়।

এক্ষেত্রে অন্যথা করার কোনো সুযোগ নেই। কিন্তু এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইকবালপুরে তৃণমূলের পক্ষ থেকে তাঁর সমর্থনে প্রচার সভায় নাম না থাকলেও সেখানে গিয়ে উপস্থিত হলেন স্বয়ং তৃণমূল প্রার্থী। যাকে কেন্দ্র করে একাংশ সরব হতে শুরু করেছেন। যদিও বা সংক্ষিপ্ত বক্তব্য রেখেই এক ঢিলে দুই পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এদিন ইকবালপুরে একটি মসজিদে যান ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে আসার সময় দলের একটি সভায় উপস্থিত হন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে সেই সভায় উপস্থিত হয়ে তৃণমূল নেত্রী বলেন, “এই মিটিংয়ের অনুমতি আমার নেওয়া হয়নি। দল নিয়েছে। আমি নির্বাচনী নিয়ম মানি। এই পথ দিয়েই আমার যাতায়াত। আপনাদের শুভেচ্ছা থেকে যেন বঞ্চিত না হই, তাই এসে সকলকে আগাম শারদ শুভেচ্ছা জানিয়ে গেলাম।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে দলের এই কর্মসূচিতে উপস্থিত থেকে হয়ত বা ভোট প্রার্থনা করলেন না ঠিকই। কিন্তু তার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তিনি যে সুকৌশলে জনতার আশীর্বাদ প্রার্থনা করলেন, সেই বিষয়ে নিশ্চিত একাংশ।

পর্যবেক্ষকদের মতে, সম্প্রতি ভবানীপুরের ভোটে দামামা বাজার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ঘটনা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল। সেদিক থেকে প্রার্থী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী আচরণবিধি লংঘন করেছেন বলে দাবি করতে শুরু করেছিল বিরোধী দল বিজেপি। যদিও বা শেষ পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বিজেপির সেই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। তবে এবার তার নামে অনুমতি না নেওয়া হলেও দলের সভায় উপস্থিত হয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়ে তিনিও যে নির্বাচনী নিয়ম সম্পর্কে অবগত, তা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গোটা বিষয়টি নিয়ে বিরোধীদের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!