এখন পড়ছেন
হোম > রাজনীতি > শেষমেষ কি বাতিল হবে পৌরভোট? আদালতের নির্দেশ ঘিরে তুঙ্গে জল্পনা!

শেষমেষ কি বাতিল হবে পৌরভোট? আদালতের নির্দেশ ঘিরে তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের সংক্রমণ যখন বাড়ছে, তখন পৌরভোট করার মানে কি, তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে‌। ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে আদালতে দায়ের হয়েছে মামলা। স্বভাবতই এই ব্যাপারে এবার রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।সূত্রের খবর, আজ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে আগামী 22 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা চার পৌরসভার নির্বাচনে কোথায় কেমন সংক্রমণ, তার রিপোর্ট তলব করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যার ফলে নানা মহলে তৈরি হয়েছে আশঙ্কা। অনেকে বলছেন, এবার যদি সংক্রমণ কোথাও বেশি দেখে আদালত, তাহলে কি সেই জায়গার নির্বাচন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে, নাকি নেওয়া হবে অন্য কোনো পদক্ষেপ! স্বাভাবিক ভাবেই চার পৌরসভা নির্বাচনের দিন যখন এগিয়ে আসছে, তখন আদালতের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!