এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফিরছে বাম, ময়দানে বিজেপিও, ভোটে গোহারা হারলো তৃণমূল, জোর চাঞ্চল্য রাজ্যে

ফিরছে বাম, ময়দানে বিজেপিও, ভোটে গোহারা হারলো তৃণমূল, জোর চাঞ্চল্য রাজ্যে

এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উত্থানে অনেকটাই বেগ দিয়েছে ভারতীয় জনতা পার্টি। 22 টি আসন পাওয়া তৃনমূলের ঘাড়ে 18 টা আসন পাওয়া বিজেপি তুমুলভাবে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। আর এরপরই দিকে দিকে বিজেপি তাদের শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে। আর এবার হলদিয়া বন্দরের পর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাচনেও খাতা খুলল গেরুয়া শিবির।

জানা গেছে, এখানকার মোট 18 টি আসনের মধ্যে সিপিএম প্রভাবিত সিটু 15 টি আসন পেলেও বাকি তিনটি আসন বিজেপি প্রভাবিত বিএমএসের দখলে গেছে। কিন্তু সেই ভাবে তৃণমূল এবার এখানে খাতাই খুলতে পারেনি। প্রসঙ্গত, গত জুন মাসে হলদিয়া বন্দর ডক ইনস্টিটিউটের নির্বাচনে বিজেপি প্রভাবিত বিএমএস একটি আসন জিতলেও রাজ্যের শাসক দল তৃণমূলের আধিপত্য বজায় ছিল। 18 টির মধ্যে নটি তারা নিজেদের দখলে রেখেছিল। তবে এবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের রিক্রিয়েশন ক্লাবের পরিচালন সমিতির নির্বাচনে সিপিএমের সিটু 15 টি এবং বিজেপির বিএমএস 3 টি আসন পেলেও তৃণমূল একেবারেই শূন্য হাতে ফিরে যাওয়ায় অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কাঠমানি ইস্যুতে বর্তমানে এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃণমূলের শ্রমিক নেতাদের বিরুদ্ধে অনেকেই ক্ষেপে রয়েছেন। তাই এই নির্বাচনে সেই প্রভাব পড়াতেই বিজেপি তিনটি আসন দখল করেছে। এদিন এই প্রসঙ্গে বিজেপির জয়ী এক সদস্য অসীম সাহা বলেন, “আমরা কর্মী ও আধিকারিকদের বিভিন্ন দাবি নিয়ে এবারে প্রথম নির্বাচনে লড়াই করেছিলাম। কর্মী ও আধিকারিকদের সমর্থন পেয়ে তিনটি আসনে জয়ী হয়েছি। ভবিষ্যতে আরও ভালো ফল হবে বলে আশা করছি।” এদিকে দলের এই ভালো ফলাফলে কিছুটা হলেও খুশি গেরুয়া শিবির।

এদিন এই প্রসঙ্গে বিজেপির তমলুক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের নানা বেআইনি কার্যকলাপ প্রকাশ্যে এসেছে। তাই কর্মীরা তাদের বিরুদ্ধে রায় দিয়েছে।” কিন্তু এখানে একটি আসনেও খাতা খুলতে না পারার মূল কারণ কি!

এদিন এই প্রসঙ্গে তৃণমূল প্রভাবিত রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের কোলাঘাট ইউনিটের সম্পাদক সুব্রতকুমার দরিপা বলেন, “কর্মীদের মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া এবং কেটিপিপির মেলা আয়োজনে রিক্রিয়েশন ক্লাবকে বাদ দিয়ে বাইরে সংগঠনকে যুক্ত করা ও বর্তমান রাজনৈতিক প্রভাব এই নির্বাচনে পড়েছে। তাই আমরা ভালো ফল করতে পারিনি।”

তবে যে কারণেই তৃণমূল খারাপ ফলাফল করুক না কেন, এইভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রে তারা একটি আসনেও খাতা খুলতে না পারায় রাজ্যের শাসক দল ঘুরে দাঁড়ানো অপেক্ষা যে আরও রাজনৈতিকভাবে মেরুদণ্ডহীন হয়ে পড়ছে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!