উলটপুরাণ এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে শতাধিক কর্মী রাজ্য December 15, 2017 রাজ্যে কংগ্রেসের অস্তিত্ত্ব বিপন্ন। এখন বিজেপি আর তৃণমূলের যোগদানের হিড়িক পরে গেছে আর এই অবস্থায় মুর্শিদাবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির সভায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী। এদিন অধীরবাবুader হাতে দলীয় পতাকা তুলে দেন।শুধু তৃণমূলই নয় আরএসপি এবং সিপিআইএমের বহু কর্মী কংগ্রেসে যোগ দেন। অধীর চৌধুরি ছাড়াও উপস্থিত ছিলেন বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়কা প্রতিমা রজক, কান্দির কংগ্রেস সভাপতি সফিউল আলম খান ও অন্যান্য কংগ্রেস নেতারা। অধীর চৌধুরি এদিন বলেন, “এই এলাকার মানুষ কংগ্রেসকে সমর্থন করেন। সেই কারণে পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, লোকসভা সহ সব নির্বাচনে কংগ্রেস প্রার্থীরা জয়ী হন। আজকের যোগদান এই এলাকায় কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। সংগঠন আরও বৃদ্ধি পাবে। এই এলাকার মানুষ আমাদের সমর্থন করেন, আর্শীবাদ করেন। তবে কিছুদিন ধরে প্রশাসনের সাহায্য তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। বিরোধী দলের কর্মীদের দুর্বল করার চেষ্টা করছে। কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন তৃণমূল।”অধীরবাবু বলেন, “বাংলায় আগে কখনও এরকম দেখা যায়নি। যেখানে দলের সঙ্গে গোটা প্রশাসন তৃণমূল হয়ে গেছে। পতাকা হাতে না নিলেও তারা সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছে। যারা আজকে যোগদান করেছেন, তাঁরা হিম্মতের পরিচয় দিয়েছেন। ভয় উপেক্ষা করে তাঁরা আজকে কংগ্রেসে যোগ দিয়েছেন।” আপনার মতামত জানান -