এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “পদক্ষেপ নিন” রাজ্যপালের কাছে নয়া দাবি এই হেভিওয়েটের!

“পদক্ষেপ নিন” রাজ্যপালের কাছে নয়া দাবি এই হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারংবার বিভিন্ন ইস্যুতে রাজ্যকে আক্রমণ করতে দেখা যাচ্ছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে গণতন্ত্র নিয়ে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলছেন তিনি। আর এই পরিস্থিতিতে রাজ্যপাল লাগাতার কথা বলে গেলেও, এবার তার কাছ থেকে মানুষ পদক্ষেপ গ্রহণের আশা করছেন বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি রাজ্যপাল কি পদক্ষেপ নেবেন, সেই প্রশ্নও ছুড়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন বিধানসভায় গিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনকার। আর তারপরেই গোটা বিষয়ে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন এই প্রসঙ্গে বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, “রাজ্যপাল শুধুমাত্র জ্ঞান দিয়ে যাচ্ছেন। আমরা জ্ঞান শুনতে চাই না। রাজ্যপাল একজন প্রশাসনিক ব্যক্তি। আমরা চাই, এই পরিস্থিতিতে রাজ্যকে বিপদমুক্ত করতে উনি কি প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা সকলে সেই দিকে তাকিয়ে আছি।”

বিশেষজ্ঞদের মতে, অধীর চৌধুরী একদিকে রাজ্য সরকার এবং অন্যদিকে রাজ্যপাল দু’জনকেই কটাক্ষ করলেন‌। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, রাজ্য বিপদের মধ্যে রয়েছে। তাই এই পরিস্থিতিতে শুধুমাত্র রাজ্যকে কটাক্ষ করলে হবে না। সেই বিপদ থেকে রাজ্যবাসীকে বের করতে হলে রাজ্যপালকে কড়া প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!