এখন পড়ছেন
হোম > রাজ্য > ঝাড়গ্রামের সভা থেকে কি বললেন মুখ্যমন্ত্রী, দেখে নিন একনজরে

ঝাড়গ্রামের সভা থেকে কি বললেন মুখ্যমন্ত্রী, দেখে নিন একনজরে


পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে বিজেপির অপ্রত্যাশিত ফল শাসক দলের কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই। তৃণমূলকে রীতিমতো টেক্কা দিয়ে বিজেপি দখল করেছিল অনেকগুলি আসন। বিজেপির এই বাড়বাড়ন্তে চিন্তিত শাসকদল সাংগঠনিক স্বরে ব্যাপক রদবদল করেছে। আর শুধু তাই নয় বিজেপিক রুখতে মুখ্যমন্ত্রীও ছুতে গেছেন সেখানে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রত্যাশিতভাবেই আক্রমণ করে তৃণমূলের উন্নয়ন খতিয়ান তুলে ধরলেন জনসাধারণের সামনে। জেনে নিন —

  • ঝাড়গ্রামে বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে
  • অলচিকি ভাষায় শিক্ষক নিয়োগ হবে
  • রাজ্য সরকার অলচিকিতে বইপ্রকাশ প্রকাশ করেছে
  • ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় অলচিকি ভাষায় স্কুল তৈরি হবে
  • ব্লকে ব্লকে আদিবাসী-সহ সকল তফশিলিভুক্ত গুণিজনদের সংবর্ধনা দেওয়া হবে
  • কাজের সুযোগ বেড়েছে ঝাড়গ্রামে
  • নতুন জেলা হওয়ায় ঝাড়গ্রামের মানুষের সম্মান বেড়েছে
  • স্থানীয় ছেলে মেয়েদের আর বাইরে পড়তে যেতে হবে না
  • কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে

 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

 

  • কৃষকদের খাজনা মকুব করা হয়েছে
  • জঙ্গলমহলে হাসপাতাল, সেতু, পাকা রাস্তা, আইটিআই, সবই হয়েছে। সবই তৈরি করেছে তৃণমূল সরকার
  • বাংলা এখন অনেক কিছুতে এক নম্বরে
  • রাজ্যে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রীতে সাহায্য দেওয়া হচ্ছে।
  • আমি সবকিছুকে ত্যাগ করতে পারব কিন্তু বাংলাকে ত্যাগ করতে পারব না
  • BJP আদিবাসীদের ভুল বোঝায়
  • কোথাও বলছে আদিবাসী হঠাও, মাহাত বাঁচাও
  • এক বছরে ৩০০ জন খুন হয়েছে
  • সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে
  • ঝাড়খণ্ড থেকে মাওবাদী আনা হচ্ছে
  • গণপিটুনির নামে অত্যাচার চলছে
  • আদিবাসী গ্রামগুলিতে নজর রাখুন
  • ভুল প্রচারে কান দেবেন না
  • ভোটের সময় BJP মানুষকে ভুল বোঝায়
  • ঝাড়খণ্ড থেকে জঙ্গলমহলে মাওবাদী আনা হচ্ছে
  • ধর্ম নিয়ে BJP বিভেদ তৈরি করছে
  • ঝাড়গ্রাম আবার রক্তাক্ত করতে চাইছে
  • BJP মানুষের সঙ্গে মানুষের বিবাদ বাধায়
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!