এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্নীতিতে জড়িত তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে প্রতিবাদে নির্দল হয়েও ভরসা ‘দিদিতে’

দুর্নীতিতে জড়িত তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে প্রতিবাদে নির্দল হয়েও ভরসা ‘দিদিতে’


সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের কয়েকজন নির্দল প্রার্থী ফেসবুক প্রফাইলে নিজ ছবির বদলে মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি দেওয়া নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়া। কিন্তু কেন এরকম সিদ্ধান্ত? দলীয় প্রার্থী না হয়ে দলনেত্রীর ছবি ব্যবহার করার কারণ হিসাবে জানা গেলো যে দলের কাজকর্মে তাঁদের ভরসা না থাকলেও মমতা বান্দ্যোপাধ্যায়ের উপর আছে সেই কারণেই দলের নেত্রী সস্তার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে এই কাজ করেছেন।এদিন এই নিয়ে অন্যতম সাবরার নেতা পঞ্চায়েত সমিতির বিক্ষুব্ধ নির্দল প্রার্থী ইফতেকার আলি জানান,”ব্লকের কিছু তৃণমূল নেতা দুর্নীতিতে জড়িতদের প্রার্থী করেছেন। প্রতিবাদে আমরা নির্দল হিসেবে লড়ছি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। তাই সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ফেসবুকে দিয়েছি।” এ ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির বক্তব্য, ”নির্দলরা সকলেই লিফলেট ছ়ড়িয়ে প্রার্থিপদ প্রত্যাহার করবেন। তার পরেও যদি কেউ লড়েন ও নেত্রীর ছবি ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে।”
জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াকেই মাধ্যম করে গ্রামেগঞ্জের বহু প্রার্থী প্রচারকার্য সারছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গতবার বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী দাপটের সঙ্গে বলেছিলেন,” মনে রাখবেন সব আসনে আমিই প্রার্থী।” এবার তাঁর তরফ থেকে এমন কোনো ঘোষণা না এলেও বিভিন্ন জায়গায় তৃণমূল তথা নির্দল প্রার্থীরা তাঁর সেই কথাকেই মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকেই বেছে নিয়েছেন। নিজেদের ছবির বদলে মুখ্যমন্ত্রী ছবি ব্যবহার করলেন ফেসবুকে প্রফাইল পিকচার হিসাবে। কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে নিজের ছবি জুড়েও প্রফাইল বা কভার ছবি করেছেন। এই নিয়ে কোশিয়াড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী কল্পনা শিট নজরে এসেছেন কয়েকবার প্রফাইল ছবি বদলানো জন্যে। কখনো দিয়েছেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবি, কখনো আবার নিজের সঙ্গে দলনেত্রীর ছবি। তাঁর কথায়, দিদি বাংলার মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, তা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। তাই দিদির ছবি দিয়েছি।” ঘাটালের কৈজুরির পঞ্চায়েত সমিতির প্রবীণ প্রার্থী কাশীনাথ মণ্ডলের ফেসবুকের প্রোফাইলেও দেখা মেলে মমতা বন্দ্যোপাধ্যায় এর ছবির। কাশীনাথবাবুর ছেলে তৃণমূলের যুব নেতা সুমন মণ্ডল বলছেন, “বাবা ফেসবুকে সড়গড় নন। আমরাই ওই ছবি দিয়েছি। এটা তো সত্যি যে দলে নেত্রীর গ্রহণযোগ্যতা সবার উপরে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!