২১ শে জুলাইয়ের চমক – তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপির দুবারের সাংসদ? কলকাতা জাতীয় রাজ্য July 18, 2018 ২১ শে জুলাই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের জাকঁজমকে ভরা শহীদ দিবসে সবসময়েই জল্পনা থাকে অন্যদল থেকে কোন কোন নেতা যোগদান করেন তা নিয়ে। এ বছরে ইতিমধ্যেই সেই জল্পনার তালিকায় নাম উঠেছে ৫ কংগ্রেস বিধায়ক, ২ কংগ্রেস সাংসদ, সিপিএমের এক প্রাক্তন সাংসদ ও একজন বহিষ্কৃত সিপিএমের রাজ্যসভার সাংসদের নাম নিয়ে। এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে আর এবার সেই জল্পনার তালিকায় নতুন সংযোজন বিজেপির দুবারের রাজ্যসভার প্রাক্তন সাংসদ চন্দন মিত্রের নাম। গতকালই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবর থেকে জানা যায়, নরেন্দ্র মোদী-অমিত শাহের ঘনিষ্ঠ বৃত্তে না থাকায় দল ছাড়তে চলেছেন লালকৃষ্ণ আডবাণীর ঘনিষ্ঠ এই নেতা। এমনকি তাঁর পদত্যাগপত্র নাকি পৌঁছে গেছে সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে। এরই মাঝে কলকাতার এক সংবাদমাধ্যমের দাবি, আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। যদিও ওই একই সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই প্রসঙ্গে মুখ খুলতে চাননি চন্দনবাবু। তিনি জানিয়েছেন এই প্রসঙ্গে তিনি আগামী সোমবার কথা বলবেন। তবে যদি এই জল্পনা বাস্তবরূপ ধারণ করে তবে তা রাজ্য বিজেপির কাছে বড়সড় ধাক্কা হতে পারে। কেননা, এখনো পর্যন্ত মুকুল রায় ছাড়া সেই অর্থে কোনো বড় তৃণমূল নেতা গেরুয়া শিবিরে যান নি। অন্যদিকে, জাতীয় রাজনীতিতে বেশ বড়সড় নাম সাংবাদিক থেকে রাজনীতিবিদ হওয়া চন্দন মিত্রের। এমনকি, রাজ্য সভাপতি পদে তাঁর নাম নিয়েও আলোচনা হয়েছিল সম্প্রতি। সব মিলিয়ে, ২১ শে জুলাইয়ের তৃণমূলী চমকের দিকে তাকিয়ে ঘাসফুল শিবিরের কর্মী-সমর্থকরা। আপনার মতামত জানান -