এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ভাঙড় নিয়ে বড়সড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন মহাজোটের অন্যতম শরিক আব্বাস, জল্পনা তুঙ্গে

ভাঙড় নিয়ে বড়সড় সিদ্ধান্ত জানিয়ে দিলেন মহাজোটের অন্যতম শরিক আব্বাস, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল বিজেপির পাশাপাশি বর্তমানে রাজনৈতিক আলোচনার অংশবিশেষ হয়ে উঠেছে বাম কংগ্রেস জোট। বিশেষত, আব্বাস সিদ্দিকী তাঁর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নিয়ে বাম-কংগ্রেস জোটে যোগদান করে মহাজোট করার ইঙ্গিত দিতে শুরু হয়েছে আলোচনা। মহাজোট নিয়ে অবশ্য এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে সবার মনে। কিন্তু তার মধ্যেই এবার আব্বাস সিদ্দিকী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভাঙড়ের আসন তিনি কোনমতেই ছাড়বেন না। রবিবার ভোজেরহাটে ভাষা দিবসের অনুষ্ঠানে আব্বাস সিদ্দিকী উপস্থিত ছিলেন। আর সেখানেই তিনি ভাঙড় বিধানসভা কেন্দ্র নিয়ে তাঁর মনোভাব স্পষ্ট করেন। যথারীতি আব্বাস সিদ্দিকীর এই ঘোষণার পরেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন।

এদিন ভোজেরহাটের অনুষ্ঠানে আব্বাস সিদ্দিকী বলেন, আসন বন্টন নিয়ে আলোচনা চলছে এখনো। তবে ভাঙরের আসন থেকেই তিনি লড়াই করতে চান। কারণ ভাঙড়ের মানুষের মুখে তিনি হাসি ফোটাবেন, উন্নতমানের হাসপাতাল বানাবেন। পাশাপাশি তিনি দাবি করেন, আব্বাস সিদ্দিকী রাজনীতিতে এসেছে বলেই বামফ্রন্ট এবং কংগ্রেস আবার লড়াইয়ে ফিরেছে। খুব স্বাভাবিকভাবেই আব্বাস সিদ্দিকীর দাবি নিয়ে শুরু হয়েছে বাম-কংগ্রেস শিবিরের অন্দরেও ব্যাপক সমালোচনা। তবে এখনো পর্যন্ত আব্বাসের দাবি নিয়ে বিশেষ প্রতিক্রিয়া দেয়নি কংগ্রেস অথবা বাম নেতৃত্ব। তবে স্থানীয় সিপিএম নেতা জানিয়েছেন, তুষার ঘোষ জানিয়েছেন মহাজোট হচ্ছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আসন রফা নিয়ে আলোচনা চলছে। তবে কে, কোন আসনে প্রার্থী দেবে সে ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। অন্যদিকে জানা গিয়েছে, বিধানসভা ভোটে আসন সমঝোতা নিয়ে বৈদ্যবাটিতে সিপিএম পার্টি অফিসে আলোচনায় বসেছিলেন গত শনিবার বাম এবং কংগ্রেস নেতৃত্ব। সাথে ছিলেন আব্বাস সিদ্দিকীও। বৈঠক শেষে সিপিএম পলিটব্যুরো নেতা মঃ সেলিম জানান, মহাজোট হচ্ছে যদি না কোনো অঘটন ঘটে শেষ পর্যন্ত। এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস দলনেতা আব্দুল মান্নান। তিনিও প্রায় একই কথাই বলেছেন। অন্যদিকে ভাঙড়ের স্থানীয় কংগ্রেস নেতা জয়ন্ত দাস জানিয়েছেন, ভাঙড় এলাকায় বরাবরই মাটি শক্ত কংগ্রেসের।

সেক্ষেত্রে কংগ্রেস দুর্বল ভাবার কোন কারণ নেই। তবে প্রার্থী দেওয়া নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি। বিশেষজ্ঞদের মতে, আসন সমঝোতা নিয়ে এখনো পর্যন্ত বড় রকমের জটিলতা রয়ে গেছে জোট শিবিরে। মহাজোট নিয়ে সিপিএম-কংগ্রেস আশা প্রকাশ করলেও আসন বণ্টনের জটিলতার কারণে মহাজোট ভেস্তে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। তবে কে, কোন আসনে লড়াই করবেন তা জানতে এখনো বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!