এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্ত? তাতেও অসন্তুষ্ট রাজ্য বিজেপি, চাই সিবিআই তদন্ত !

বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্ত? তাতেও অসন্তুষ্ট রাজ্য বিজেপি, চাই সিবিআই তদন্ত !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে এখন দিকে দিকে বিজেপি নেতা কর্মীদের মৃত্যুর ঘটনা তৃণমূলের বিরুদ্ধে নয়া অস্ত্র তুলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির হাতে। বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে এই ইস্যুকে তুলে ধরে তদন্তের দাবি জানিয়ে সিবিআইয়ের পক্ষে সওয়াল করা হচ্ছে। তবে রাজ্যের শাসক দল অবশ্য প্রত্যেকটি ঘটনাতেই সিআইডি তদন্তের আশ্বাস দিয়েছে। যার ফলে বিজেপির সঙ্গে তৃণমূলের দ্বৈরথ ক্রমশ বাড়ছে। তবে এবার ইটাহারে পুলিশি হেফাজতে মৃত্যু বিজেপি কর্মী অনুপ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত ভার সিআইডির হাতে যেতে পারে বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের বিজেপি কর্মী অনুপ রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যেখানে লকআপে তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। তবে বিজেপির পক্ষ থেকে প্রতি ঘটনাতেই সিআইডি তদন্ত নয়, সিবিআইয়ের উপর বেশি ভরসা করা হয়েছে। কিন্তু এবার পুলিশের পক্ষ থেকে অনুপ রায়ের মৃত্যুর তদন্তে সিআইডি তদন্ত ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। এদিন এই প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা তেমনভাবে কোনো মন্তব্য না করতে চাইলেও, নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন।

কিন্তু যদি সিআইডি তদন্ত হয়, তাহলে কি তারা খুশি? এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “আমরা সিআইডি তদন্তের উপর ভরসা করছি না। দাড়িভিট কান্ডের পর দু বছর পেরিয়ে গেলেও এখনও অধরা রয়েছে। হেমতাবাদের বিধায়ক দেবেন রায়ের মৃত্যু তদন্ত সিআইডি করলেও, এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা যায়নি। তাই সিআইডি তদন্ত নিরপেক্ষভাবে হতে পারে, তা আমরা জানি না। তাই আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “এই ঘটনায় আইন আইনের পথে চলবে। সিআইডি ভার নিলে তদন্ত আরও বেশি নিরপেক্ষ হবে বলে মনে হয়।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যখন যারা শাসকদলের থাকে, তখন তারা সিবিআই তদন্তের বিরোধিতা করে। অতীতে বাম সরকার থাকার সময় বিভিন্ন ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে বারবার সিবিআইয়ের দাবি জানাতেন। কিন্তু তা নস্যাৎ করে দিত তৎকালীন বাম সরকার। কিন্তু এবার ক্ষমতায় এসে বিরোধী দল বিজেপি যখন সিবিআই তদন্তের দাবি করে, তখন তা নস্যাৎ করে সিআইডি তদন্তের ওপর বেশি জোর দিতে দেখা যায় মা-মাটি-মানুষের সরকারকে। আর এবার উত্তর দিনাজপুরের বিজেপি কর্মী মৃত্যুর পর সেই সিআইডি তদন্তের ওপরেই বেশি জোর দিতে দেখা যাচ্ছে প্রশাসনকে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপির পক্ষ থেকে সিআইডির উপর ভরসা রাখা হলেও, রাজ্য সরকারের তদন্তে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!