এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ‘মুখ’ বঙ্গধ্বনি নিয়ে ময়দানে নামতেই তীব্র বিক্ষোভ শুরু! ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ

তৃণমূলের ‘মুখ’ বঙ্গধ্বনি নিয়ে ময়দানে নামতেই তীব্র বিক্ষোভ শুরু! ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের দিকে বিশেষ নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 এর লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ঘাঁটিপত্তন করে গেরুয়া শিবির। আর তাই গেরুয়া শিবিরের হাত থেকে জঙ্গলমহল ফিরে পেতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি নির্ভর করতে শুরু করেছেন একদা জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতোর ওপর। কিন্তু ছত্রধর মাহাতোকে নিয়েও এবার শুরু হয়েছে দলের মধ্যে অন্তর্কলহ। রাজ্যের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে শুরু হয়ে গেছে তৃণমূল সরকারের কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রা। জঙ্গলমহলে বঙ্গধ্বনি যাত্রা সূচনা করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।

কিন্তু ছত্রধর মাহাতোর রাজনৈতিক কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রার সুচনা পর্বেই জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় ক্ষোভের প্রকাশ হচ্ছে বলে জানা গিয়েছে। মাওবাদী সন্ত্রাস পর্বে পাটাশিমূল ও লাগোয়া এলাকায় 13 জন খুন হন। নিহতদের পরিবার এই খুনের জন্য ছত্রধর মাহাতোকেই দায়ী করেন। সোমবার বঙ্গধ্বনি যাত্রা শুরু হতেই পাটাশিমূলে দেখা গিয়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘খুনিদের ফাঁসি চাই’ কিংবা ‘খুনি ছত্রধর দূর হটো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাতেই জেলা তৃণমূল নেতৃত্বের চিন্তা বেড়ে গিয়েছে। গত কয়েকদিন যাবত ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে বঙ্গধ্বনি যাত্রায় গিয়ে ছত্রধর মাহাতো বাসিন্দাদের সঙ্গে সংযোগ বাড়িয়েছেন।

তার পরেও যেভাবে ছত্রধরের বিরুদ্ধে প্ল্যাকার্ড দেখা গেল, তাতে কিন্তু তৃণমূলের একাংশের দাবি এর পেছনে রয়েছে শুভেন্দু অধিকারীর অনুগামীদের হাত। তবে ছত্রধর মাহাতো বিষটিকে অত্যধিক গুরুত্ব দিতে নারাজ। নিরাপত্তার প্রশ্নে ছত্রধর জনগণের মাঝেই তাঁর নিরাপত্তা বলে দাবী করেছে। ইতিমধ্যে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছে দিয়েছেন ঘটনাটি ছত্রধর মাহাতো। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ছত্রধর এই ঘটনার পেছনে বিজেপি এবং সিপিএমের লোকজনকেই দায়ী করেছেন। জেলা তৃণমূলের নেতারা ছত্রধরকে ঘিরে বিক্ষোভের বিষয়টি খুব একটা হালকাভাবে নিচ্ছেননা। 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ছত্রধরকে ঘিরে। প্রসঙ্গত জেল থেকে ছাড়া পেতেই ছত্রধরকে তৃণমূল নেত্রী কাছে টেনে নেন। রাজ্য সম্পাদকের পদ পাওয়ার পর থেকেই ক্রমাগত দলে গুরুত্ব বেড়েছে তাঁর। শুভেন্দু অধিকারীর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রধরকেই যে জঙ্গলমহলের মুখ করে তুলতে ছাইছেন তা স্পষ্ট হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অনুগামীদের এতে ক্ষোভ বেড়েছে। সূত্রের খবর, চিন্তা-ভাবনা করা হচ্ছে ছত্রধর মাহাতোর নিরাপত্তা বাড়ানো নিয়ে।

অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি দুলাল মূর্মু জানিয়েছেন, ছত্রধর মাহাতোর ব্যাপক জনপ্রিয়তা দেখে বিজেপি এবং সিপিএম ভয় পেয়েছে। তাই তাঁর কর্মসূচি বানচাল করার জন্য বিরোধীদের চক্রান্ত চলছে। এই মুহূর্তে রাজনৈতিক মহলের অন্যতম চর্চার বিষয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর এই গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমতো অস্বস্তিতে ফেলেছে তৃণমূলকে। এদিকে ছত্রধর মাহাতোর কর্মসূচিতে তাঁর বিরোধিতা যেভাবে উঠে এলো তাতে এর পেছনে গোষ্ঠীদ্বন্দ্বকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞদের একাংশ।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!