এখন পড়ছেন
হোম > রাজ্য > অটোর দৌরাত্ম্যে নাজেহাল? সুরাহার জন্য চূড়ান্ত পদক্ষেপ পরিবহণ দপ্তরের – জানুন বিস্তারিত

অটোর দৌরাত্ম্যে নাজেহাল? সুরাহার জন্য চূড়ান্ত পদক্ষেপ পরিবহণ দপ্তরের – জানুন বিস্তারিত


দীর্ঘদিন ধরেই কলকাতা শহরের অটোর দৌরাত্ম্যে নাজেহাল শহরবাসী। বেআইনি অটো দাপাদাপি থেকে কাটা রুটে অটো চালানোর মতো জটিল রোগের ওষুধ প্রয়োগ করেও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু যাত্রীরা আর কতদিনই বা এই নাজেহাল পরিস্থিতি সহ্য করবেন? তাইতো এবার অটো নিয়ন্ত্রণের জন্য একটি অভিনব প্রদক্ষেপ গ্রহন করল রাজ্যের পরিবহন দপ্তর।

সূত্রের খবর, গত 10 ডিসেম্বর রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয় যে, কলকাতা, হাওড়া, বিধাননগর এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অর্থাৎ কলকাতা আরটিএ এলাকায় মোট কতগুলো অটো রুট রয়েছে এবং এবং সেই সব রুটে ঠিক কতগুলো করে অটো চলতে পারে! আর রাজ্য পরিবহণ দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা ইতিমধ্যেই পুলিশ এবং পরিবহণ দপ্তরের সংশ্লিষ্ট অফিসারদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু যে সমস্ত অটোর বৈধ কাগজপত্র নেই, সেগুলোর কি হবে? জানা গেছে, কাগজপত্র বিহীন অটো গুলিকে আইনের আওতায় নিয়ে আসার জন্য চলতি মাসের মধ্যেই বেআইনি অটোগুলির বৈধকরণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এই সম্প্রসারিত কলকাতার আরটিএ এলাকায় মোট 489 টি রুটে অটো চালানোর জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এদিকে রাজ্য পরিবহণ দপ্তরের নির্দেশ অনুযায়ী এই কলকাতার আরটিএ এলাকায় 37, 089 জন পারমিট হোল্ডারকে অনুমোদন দেওয়ার কথাও শুরু হয়েছে।

এদিন এই প্রসঙ্গে পরিবহণ দফতরের এক কর্তা বলেন, “বহু বছর ধরেই রাজ্যে বহু অবৈধ অটো প্রয়োজনীয় কাগজপত্র না নিয়েই চলছে। তাই যাত্রীদের স্বার্থ সুরক্ষিত রাখতে সেই অবৈধ অটোকে আইনে বাধার কাজ করছে বর্তমান সরকার।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, 2015 সালের পয়লা জানুয়ারি বা তার আগে থেকে যে সমস্ত অবৈধ অটো চলছে সেগুলিকেই বৈধকরণ প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। তবে শুধু কলকাতা নয় ভবিষ্যতে শিলিগুড়ি আসানসোল সহ আরটিএ এলাকার অটোগুলিকে আলাদা করে চিহ্নিত করণের ব্যবস্থা করা হবে বলেও জানাচ্ছেন রাজ্য পরিবহণ দপ্তরের একাধিক কর্তাব্যক্তিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!