প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা আত্মসাতের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে বিশেষ খবর রাজ্য December 22, 2017 শাসক দলের এক কর্মীর বিরুদ্ধে রায়পুরের মেলেরা অঞ্চলের শিরিষবনী গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প এর ১৫ হাজার টাকা হাতানোর অভিযোগ উঠলো। এ বিষয়ে গ্রামের বাসিন্দারা সোমবার বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। ঘটনাটি খতিয়ে দেখে সব রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। রায়পুরের বিডিও সঞ্জীব দাশ বলেন, প্রকল্পের আওতায় বাড়ি তৈরির জন্য চার দফায় মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা উপভোক্তারা পেয়ে থাকেন। প্রথম দফায় ৪২ হাজার টাকা প্রদান করা হয় এবং বাকি টাকা ওই টাকায় হওয়া কাজ দেখে ধাপে ধাপে দেওয়া হয়। সরকার সরাসরি ওই টাকা উপভোক্তার অ্যাকাউন্টে পাঠায় তাই সংশ্লিষ্ট উপভোক্তা নিজে টাকা না দিলে কেউ টাকা আত্মসাৎ করতে পারবে না। এদিন গ্রামবাসীদের সাথে কথা হয়েছে এবং তাদের স্বাক্ষর সম্বলিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । অভিযোগকারীদের মধ্যে গুরুপদ গুলি বলেন, প্রথম পর্যায়ের টাকা পাওয়ার পর এক তৃণমূল কর্মী তাদের কাছে এসে দাবি করেন ১৫হাজার টাকা না দিলে পরবর্তী পর্যায়ের অর্থ মঞ্জুর হবে না। তিনি ভুল বুঝিয়ে টাকা আত্মসাৎ করেছেন, এ বিষয়ে আমরা বিডিওর কাছে লিখিত অভিযোগ জমা করেছি। যদিও সব অভিযোগ উড়িয়ে তৃণমূল পরিচালিত মেলেরা পঞ্চায়েত প্রধান রাজকুমার সিং বলেন, পঞ্চায়েত ভোটের আগে বিরোধীরা আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিয়োগ করছে। জঙ্গলমহলে হালে পানি না পেয়ে ভোটের আগে দলের নেতাদের বিরুদ্ধে প্রকল্পের টাকা নেওয়ার মিথ্যে অভিযোগ করছে, সঠিক তদন্ত হলে সব প্রমাণিত হবে। আপনার মতামত জানান -