এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায় দলে ফিরতেই ঘরোয়া আড্ডা ও স্মৃতিচারনে মাতলো তৃণমূল

মুকুল রায় দলে ফিরতেই ঘরোয়া আড্ডা ও স্মৃতিচারনে মাতলো তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল প্রায় চার বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন মুকুল রায়ের। সপুত্র তৃণমূলে প্রত্যাবর্তন করলেন তিনি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানালেন। মুখ্যমন্ত্রী জানালেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। মুকুল রায় নিজেও মানসিক শান্তি পেয়েছেন। এরপর ঘরোয়া আড্ডায় মাতলো তৃণমূল ভবন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ি মাখলেন। মুড়ি খেতে খেতেই চললো অতীতের স্মৃতিচারণ।

গতকাল মুখ্যমন্ত্রী আসার পর তৃণমূল ভবনে পৌছলেন মুকুল রায়। দীর্ঘ সময় পর মুখ্য মন্ত্রীকে দেখে তাঁকে প্রণাম করলেন তিনি। মুখ্যমন্ত্রীকে প্রণাম করলেন তাঁর পূত্র শুভ্রাংশু রায়। গতকালের দিনটি রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পুনর্মিলনের আনন্দ তৃণমূলে। আলুভাজা, চিপস দিয়ে মুড়ি মাখলেন মুখ্যমন্ত্রী। একের পর এক হেভিওয়েট তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন এ সময়। তাঁদের মধ্যে অন্যতম হলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপরুপা পোদ্দার প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গল্পের সঙ্গে সঙ্গে চলা আড্ডায় উঠে এলো নানা প্রসঙ্গ। গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, মুকুল রায় পুরনো পরিবারের ছেলে। তাঁকে চমকে-ধমকে এজেন্সি দেখিয়ে তাঁর ওপরে অত্যাচার করা হয়েছে। মুকুল রায় নিজেও মানসিক শান্তি পেয়েছেন। তাঁর শরীর খারাপ হয়ে যাচ্ছিল। মুখে বলতে পারতেন না। তিনি জানালেন, বিজেপি করা যায় না। বিজেপি তে যারা আছে, তাদের শোষণ অত্যন্ত বেশি, তাঁরা অত্যন্ত নির্দয়, মানুষকে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয়া হয় না।

মুকুল রায়ের শরীর ভেঙে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কাঁচরাপাড়া ছেড়ে সল্টলেকের বাড়িতে তাঁকে সপরিবারে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সকলে একসঙ্গে মিলে কাজ করতে হবে। এরপর তাঁকে গাড়িতে তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে,
গতকাল আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার জানালেন, তাঁর কোনদিন মনে হয়নি মুকুল রায় অন্য দলে গেছেন। তাঁর হৃদয় সর্বদা তৃণমূলেই পড়েছিল। তিনি আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করতেন। আবার, তাঁকে তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছেন তাঁরা। আগামী দিনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আরও ভালো কাজ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!