এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলে ফিরেছেন মুকুল রায়, এবার কি আরও বড়সড় খেলার ঘুটি সাজাচ্ছে তৃণমূল?

দলে ফিরেছেন মুকুল রায়, এবার কি আরও বড়সড় খেলার ঘুটি সাজাচ্ছে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিনের টানটান জল্পনার পর অবশেষে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন মুকুল রায়। একসময় তিনি তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন। এবার বিজেপিকে বিপাকে ফেলতে তাঁকে নিয়ে আরো বড়সড় চমক দিতে পারেন মুখ্যমন্ত্রী। আবার, এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক পদ তিনি ছেড়ে দেননি। তাই বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদে আনা হতে পারে তাঁকে, এমন সম্ভাবনাও যথেষ্ট রয়েছে।

এখনো পর্যন্ত বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন নি মুকুল রায়। তাই এবার তাঁর বিধায়ক পদ খারিজের দাবী জানাতে পারে বিজেপি। তবে খারিজের বিষয়টি সম্পূর্ণ বিধানসভার স্পিকারের হাতে রয়েছে। দীর্ঘদিনের জন্য বিষয়টি তিনি স্থগিত রেখে দিতে পারেন। আবার বিধানসভায় বিজেপি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানালে, বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মন্ডল, শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবি জানাবে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও লিখেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবি জানালেই, এদিকে সংসদে দুই নেতার পদ খারিজ করার দাবি উঠবে। এ প্রসঙ্গে তৃণমূলের এক নেতা জানান, পদ খারিজের বিষয়টি সম্পূর্ণ স্পিকারের হাতে রয়েছে। ইতিপূর্বে বাম শাসনকালে সোমেন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, সে সময় স্পিকার হাসিম আব্দুল হালিম তাঁদের বিধায়ক পদ খারিজ করার নির্দেশ দিয়েছিলেন। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এখনো এ ধরনের কঠোর পদক্ষেপ নিতে দেখা যায়নি। বিধায়ক পদে থেকে গেলে মুকুল রায় কে পিএসির চেয়ারম্যানের পদে আনার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে, তৃণমূলে যোগ দেওয়া মানস ভূঁইয়ার ক্ষেত্রে এমনটা করা হয়েছিল।

অন্যদিকে, পিএসি চেয়ারম্যান পদের জন্য বিজেপির পক্ষ থেকে বিধায়ক অশোক লাহিড়ীর নাম পাঠানো হয়েছে। আবার মুকুল রায়কে যদি রাজ্যসভায় পাঠানো হয়। সে ক্ষেত্রে তাঁর ছেড়ে দেওয়া বিধায়ক পদে তাঁর পুত্র শুভ্রাংশু রায়কে তৃণমূলের প্রার্থী করার সম্ভাবনা আছে। সবকিছু নিয়ে বড়োসড়ো খেলা খেলতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, মুকুল রায় এর তৃণমূলে ফিরে আসা শাসক দলের কাছে একটা বড়সড় মাস্টার স্ট্রোক। যা গেরুয়া শিবিরের ভাঙ্গনকে ত্বরান্বিত করবে বলে মনে করছেন অনেকে। আবার, মুকুল রায়কে নিয়ে বড়োসড়ো খেলা খেলাতে পারেন মুখ্যমন্ত্রী, বিজেপিকে ফেলতে পারেন আরো বড়সড় বিপাকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!