এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার মুখ্যমন্ত্রী পালন করবেন ‘লোকনাথ উৎসব’

এবার মুখ্যমন্ত্রী পালন করবেন ‘লোকনাথ উৎসব’


বিজেপির ‘জুজু’ কি তাড়া করছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে? কেননা বিজেপির পাল্টা দিতে একের পর এক যেরকম ধর্মীয় কর্মসূচি রাজ্যের শাসকদলের তরফে নেওয়া হচ্ছে তা আগে কোনোদিন দেখা যায় নি বঙ্গ রাজনীতিতে। আর তাতে এবার নবতম সংযোজন ‘লোকনাথ উৎসব’, সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ২১ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোকনাথ উত্‍সবে যোগ দেবেন তিনি।
যদিও বিভিন্ন ধর্মীয় সংগঠনের উত্‍সবে যোগ দেওয়া মুখ্যমন্ত্রীর কাছে নতুন কিছু নয়, রামকৃষ্ণ মিশন তো বটেই, ভারত সেবাশ্রম সঙ্ঘ, মতুয়া মহাসঙ্ঘ থেকে শুরু করে অনুকূল ঠাকুরের সত্‍সঙ্ঘ পর্যন্ত সকলের সঙ্গেই তিনি ‘সুসম্পর্ক’ রেখে চলেন। এমনকি অন্য ধর্ম সম্প্রদায়ের উত্‍সবেও তিনি নিয়মিত অংশগ্রহণ করেন। তবে এই ভাবে লোকনাথ বাবার অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিরোধীরা একে রাজনৈতিক বাধ্য-বাধকতা বলেই দেখছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!