এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার থেকে উপস্থিতি জানাতে ‘জয়হিন্দ’ বলতে হবে সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলে

এবার থেকে উপস্থিতি জানাতে ‘জয়হিন্দ’ বলতে হবে সরকারি ও বেসরকারি সমস্ত স্কুলে

‘জয় হিন্দ’ বলার রীতি এতদিন শুধুমাত্র বিভিন্ন পলিটিক্যাল গ্যাদারিং বা আর্মি ম্যানদের মুখে শোনা গেলেও এইবার তা রোজ শোনা যাবে স্কুল পড়ুয়াদের মুখেও। হ্যাঁ, এমনই অভিনব সিদ্ধান্ত নিয়েছেন মধ্যপ্রদেশ সরকার। বহুদিন ধরে চলে আসা উপস্থিত, প্রেজেন্ট প্লিজ অথবা ইয়েস স্যার/ম্যাম বলায় ইতি টেনে বর্তমানে ১ লা অক্টোবর থেকেই সাতনা জেলার বিভিন্ন সরকারী স্কুল পড়ুয়ারা ‘জয় হিন্দ’ বলা শুরু করে দিয়েছিল। এইবার পুরো রাজ্য জুড়েই এই নিয়ম চালু হলো। রবিবার এনসিসি ডে উপলক্ষে এক বিশেষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শাহ এই কথা ঘোষণা করেন। তিনি আরো বলেন, রাজ্যের ১.২২ লক্ষ সরকারি স্কুলে এই নির্দেশিকা পাঠান হবে পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতেও এই সার্কুলার জারি হবে। শিক্ষামন্ত্রী তাঁর এই সিদ্ধান্তের পিছনের কারণ হিসেবে বলেন যে , ছোটদের মনে দেশ প্রেম জেগে উঠবে এই ‘জয় হিন্দ’ বলার মাধ্যমে। শিক্ষামন্ত্রীর এই নয়া ফরমানকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য এবং সমালোচনা মূলক গুঞ্জন শুরু হয়ে গেছে সংবাদমাধ্যম সহ বিভিন্ন অঞ্চলেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!