এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আরেক হেভিওয়েট পুরসভা কি তৃণমূলের হাতছাড়া? স্বয়ং মেয়র সহ 25 কাউন্সিলরকে নিয়ে জল্পনা

আরেক হেভিওয়েট পুরসভা কি তৃণমূলের হাতছাড়া? স্বয়ং মেয়র সহ 25 কাউন্সিলরকে নিয়ে জল্পনা


লুচি-আলুর দম থেকে শুরু হয়েছিল বিতর্ক। বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বিধাননগর পৌরসভার তৃণমূলের মেয়র সব্যসাচী দত্তের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মাঝেমধ্যেই জল্পনা উঠতে শুরু করেছিল। রাজনৈতিক মহলের অনেকেই তৃণমূল ছেড়ে তার বিজেপিতে যাওয়ার জন্য শুধু প্রহর গুনছিলেন।

কিন্তু এখনও পর্যন্ত তিনি দলবদল করেননি। তবে বিধাননগর পৌরসভার পৌর নির্বাচন যখন শিয়রে, ঠিক তখনই সেই পৌরসভার বর্তমান বোর্ডের মাসিক অধিবেশনে সব্যসাচী দত্তর অনুপস্থিতি ঘিরেই তৈরি হলো জল্পনা। তবে শুধু সব্যসাচী দত্তই নয়, এদিনের অধিবেশনে 41 জন কাউন্সিলরের মধ্যে 25 জন কাউন্সিলার এবং ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ও অনুপস্থিত ছিলেন। তাহলে কি মেয়র সব্যসাচী দত্ত এবং তার অনুগামী কাউন্সিলররা এদিনের বৈঠকে উপস্থিত হননি?

জানা গেছে, যে সমস্ত কাউন্সিলররা আসতে পারেননি, তারা মেয়রের অনুগামী নয়। অনুপস্থিতির জন্য ব্যক্তিগত কারনেই খাড়া করেছেন তাঁরা। তবে এদিনের বৈঠকে যে সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকেই বর্তমান মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা দেখিয়ে একটি গোপন বৈঠক করেছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে মাসিক অধিবেশনে যোগ না দেওয়া নিয়ে বিধাননগরর পৌরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধেই তার ক্ষোভ উগরে দিয়েছেন। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “মেয়র যেভাবে কাজ করছে তাতে আমরা বিরক্ত। তিনি আদৌ তৃণমূলে আছেন কিনা সেটা স্পষ্ট হচ্ছে না। লোকসভা ভোটে রাজারহাট নিউটাউনের দায়িত্ব দেওয়া সত্ত্বেও তিনি কোনো কাজ করেননি। বরাবরই দলের বিরুদ্ধে কথা বলে এসেছেন। তাই এই বিষয়ে দলের মধ্যে আলোচনা করার প্রয়োজন রয়েছে। এইসব কারনেই আমি বৈঠকে উপস্থিত হইনি।”

এদিকে মেয়রের বিরুদ্ধে তিনি মুখ খুললেও পাল্টা এই ব্যাপারে মুখ খুলেছেন বিধাননগর পৌরসভার মেয়র সব্যসাচী দত্ত। এদিন বৈঠকে না যাওয়ার কারণ হিসেবে তিনি অসুস্থ থাকার জন্যই যেতে পারেননি বলে জানিয়ে দেন। ডেপুটি মেয়রের মন্তব্য প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, “দলের বিধায়ক, মন্ত্রী বা কোনো নেতা আমার সম্পর্কে কিছু বললে আমি এর উত্তর দিতাম। কিন্তু অন্য দল থেকে আসা একজনের মন্তব্য নিয়ে আমি কিছু বলব না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধাননগর পৌরসভায় বর্তমানে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চলছে, তা এই মাসিক অধিবেশনে সিংহভাগ কাউন্সিলরের অনুপস্থিতিতেই পরিষ্কার হয়ে গেল। এখন ডেপুটি মেয়র যেভাবে মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে তার ক্ষোভ উগরে দিলেন, তাতে সব্যসাচী দত্তকে নিয়ে চলা নানা জল্পনা সত্যি হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!