এখন পড়ছেন
হোম > Uncategorized > প্রবল গোষ্ঠীকোন্দলে ক্ষুব্ধ দিলীপ ঘোষ, লাঠিচার্জ সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি বিক্ষুব্ধদের

প্রবল গোষ্ঠীকোন্দলে ক্ষুব্ধ দিলীপ ঘোষ, লাঠিচার্জ সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি বিক্ষুব্ধদের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই বড় রকম গোষ্ঠী কোন্দলে জড়ালেন দলের কর্মীরা। রাজ্য সভাপতি হবার পর প্রথম জেলা সফরে এসেছেন সুকান্ত মজুমদার। আজ বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বৈঠক শুরু হতেই প্রবল মারামারি, ধস্তাধস্তি দেখা গেল বিজেপি কর্মীদের। যা দেখে ক্ষুব্ধ দিলীপ ঘোষ।

আজ কাটোয়ার দাঁইহাটে দুপুর তিনটার সময় এই বৈঠকের কথা ছিল। যে বৈঠকে উপস্থিত হওয়ার কথা দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের। কিন্তু জানা যায় কাউকে না জানিয়েই বৈঠকের সময় এগিয়ে করা হয়েছিল সকাল ১১ টা। এরপর দিলীপ ঘোষ আসতেই শুরু হলো প্রবল বিক্ষোভ। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় দল পাশে ছিল না, তাই নানারকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, এ কথা চিন্তা করেই কাউকে না জানিয়ে বৈঠকের সময় এগিয়ে আনা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে চলল ব্যাপক মারামারি, জেলাস্তরের কিছু বিজেপি নেতাও আক্রান্ত হলেন। এই পরিস্থিতি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন দিলীপ ঘোষ। বিক্ষোভকারীরা যদি না শান্ত না হন, তবে লাঠিচার্জ করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন। এরপর দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা বিক্ষোভকারীদের সভাস্থল থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন।

এই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান যে, তাঁদের কর্মী, সমর্থকরা ঠিকই আছেন, নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, এই লোভে অনেকে দলে এসেছিলেন। কিন্তু বিরোধী পক্ষের রাজনীতি করা সহজ নয়। অনেকে হতাশ হয়ে, ভয় পেয়ে গিয়েছেন বলেই এই ধরনের কাজ করছেন। যা করেছেন তা একদম ঠিক করেননি তারা। তাঁর বিরুদ্ধে যদি কোন অভিযোগ থাকে, তাহলে রাজ্য সভাপতির কাছে তাঁরা সেটা লিখে জানাতে পারতেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!