এখন পড়ছেন
হোম > জাতীয় > দুই হেভিওয়েট নেতানেত্রীকে সামনে রেখে ‘ভারত বিরোধী’ মাহামঞ্চ গঠন? নাম লেখালো সিপিএমও?

দুই হেভিওয়েট নেতানেত্রীকে সামনে রেখে ‘ভারত বিরোধী’ মাহামঞ্চ গঠন? নাম লেখালো সিপিএমও?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার দেশের মধ্যেই গঠন হল দেশবিরোধী মহামঞ্চ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা রবাট হলে এখন অনেকটাই কোণঠাসা মেহেবুবা মুফতি এবং আবদুল্লার পরিবার। তাই এবার নতুন করে নিজেদের শক্তি বাড়াতে গঠন হল বিরোধী মহাজোট। যার নাম দেওয়া হয়েছে “পিপল অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেরেশন।”

আর আশ্চর্যজনকভাবে এই মহাজোটে নাম লেখাতে দেখা গেল সিপিএমকে। স্বভাবতই এই ঘটনাকে কেন্দ্র করে এবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। সূত্রের খবর, শনিবার শ্রীনগরে এই মহাজোটের বৈঠক হয়। যেখানে বিরোধ থাকলেও একসাথে হাত মেলাতে দেখা গেল মেহেবুবা মুফতি এবং ফারুক আবদুল্লাকে। জানা গেছে, এই নতুন মঞ্চের সভাপতি করা হয়েছে ফারুক আবদুল্লাকে। অন্যদিকে মেহেবুবা মুফতিকে করা হয়েছে ভাইস-প্রেসিডেন্ট।

এছাড়াও আহ্বায়ক করা হয়েছে সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামিকে। কিন্তু কেন এই মহামঞ্চ গঠন করা হল? এটা কি দেশবিরোধী কাজ নয়? এদিন এই প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেন, “আমরা বিজেপি বিরোধী। কিন্তু দেশদ্রোহী নই। এটা কোনো দেশবিরোধী জামাত নয়। আমরা জম্মু কাশ্মীর এবং লাদাখের মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এটা কোনো ধর্মীয় লড়াই নয়। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করার জন্য এই চেষ্টা বিফল হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যে যাই বলুন না কেন, এই মহামঞ্চ গঠনে যেভাবে সিপিএমকে অংশগ্রহণ করতে দেখা গেল, তাতে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মেহেবুবা মুফতি থেকে শুরু করে ফারুক আবদুল্লা পাকিস্তানের প্রতি এদের যে একটা দুর্বলতা রয়েছে, তা কারোরই অজানা নয়। সেদিক থেকে ভারতের মধ্যে তাদের এই মঞ্চ গঠন নিঃসন্দেহে সেই পাকিস্তানকে বড়সড় অক্সিজেন পাড়িয়ে দেবে।

শুধু তাই নয়, এই মঞ্চ গঠনের পেছনে ভারত-বিরোধিতা কাজ করছে বলেও দাবি করছেন সমালোচক মহলের একাংশ। আর স্বাভাবিকভাবেই সেই মঞ্চ গঠনে সিপিএমের অংশগ্রহণ নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। যে সিপিএম বারবার দেশ ভক্তির কথা বলে, তারা এইভাবে মঞ্চ গঠনে শরিক হওয়ায় তাদের ভাবমূর্তি নিয়ে জনমানসে অনেকটাই প্রশ্নচিহ্ন তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

* ছবিটি প্রতীকী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!