এখন পড়ছেন
হোম > জাতীয় > হেলিকপ্টার থেকে পুস্পবৃষ্টি, ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী লালকেল্লা!

হেলিকপ্টার থেকে পুস্পবৃষ্টি, ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী লালকেল্লা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ দেশের 75 তম স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আর তিনি পতাকা উত্তোলন করার মূহুর্তেই দেখা গেলো এক ভিন্ন ছবি। অতীতে এরকম কোনো ছবি প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার প্রধানমন্ত্রী যখন পতাকা উত্তোলন করছেন, তখন আকাশে হেলিকপ্টার দিয়ে নিচে করা হচ্ছে পুষ্পবৃষ্টি। যা দেখে আবেগ-উচ্ছ্বাসে ফেটে পড়েছেন লালকেল্লায় উপস্থিত সাধারণ মানুষরা।

সূত্রের খবর, আজ দেশের 75 তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। যেখানে তিনি জাতীয় পতাকা উত্তোলনের সময় আকাশ দিয়ে হেলিকাপটার করে পুষ্পবৃষ্টি করা হয়। মূলত, পূর্ব নির্ধারিত ছিল এই কর্মসূচি। আর প্রধানমন্ত্রী যখন পতাকা উত্তোলন করছেন, তখন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি দেখে অনেকেই হতচকিত হয়ে যান। বলা বাহুল্য, এই প্রথম লালকেল্লায় এই ধরনের দৃশ্য দেখা গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করেছে। অনেকে বলছেন, 75 তম স্বাধীনতা দিবস যেন কিছুটা ব্যতিক্রমী। বর্তমানে করোনা মহামারীর মত ভয়াবহ রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে গোটা দেশকে। আর এই পরিস্থিতিতে সচেতন ভাবেই পালন করা হচ্ছে দেশের স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসে এক অন্য ছবির সাক্ষী থাকলেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!