এখন পড়ছেন
হোম > জাতীয় > নতুন সমীক্ষায় বড়সড় ইঙ্গিত! শাসক-বিরোধী পার্থক্য মাত্র ৩%, এই ৫৭ আসনই ঠিক করবে জয়-পরাজয়?

নতুন সমীক্ষায় বড়সড় ইঙ্গিত! শাসক-বিরোধী পার্থক্য মাত্র ৩%, এই ৫৭ আসনই ঠিক করবে জয়-পরাজয়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহার বিধানসভা নির্বাচনে কে জয়লাভ করবে, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই প্রচার প্রক্রিয়া জমজমাট মুহূর্তে পৌঁছে গেছে। তবে তার আগে একটি সমীক্ষা সেই বিহার দখলে জেডিইউ এবং বিজেপিকেই এগিয়ে রেখেছে। শেষ মুহূর্তে শাসক দলকে টেক্কা দিতে জোর কদমে চেষ্টা চালাচ্ছে আরজেডির তেজস্বী যাদব। নির্বাচনী ইশতেহারে জাঁকজমকপূর্ণ প্রতিশ্রুতি দিয়ে বেকারদের মনে প্রভাব ফেলার চেষ্টা করছেন তিনি।

স্বাভাবিক ভাবেই একটি সমীক্ষায় বিজেপি এবং জেডিইউ বিহারে সরকার গড়বে বলে দাবি করা হলেও, অন্য দুইটি জনমত সমীক্ষায় উঠে এল যে, তেজস্বী যাদবের নেতৃত্বে ইউপিএ জোট এবার বিহারের ক্ষমতা দখল করতে চলেছে। যার ফলে বিরোধীরা কিছুটা হলেও উজ্জীবিত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, টাইমস নাও-সি ভোটারের সমীক্ষায় বলা হয়েছে, বিহারের বর্তমান শাসকদল পেতে পারে 147 টি আসনে এবং বিরোধী মহাজোট পেতে পারে 87 টি আসন।

আশ্চর্যজনক ভাবে এই দুই শিবিরের মধ্যে ভোটের পার্থক্য রয়েছে মাত্র 3 শতাংশ। অর্থাৎ বিশেষজ্ঞরা বলছেন, এই তিন শতাংশ ভোটের পার্থক্য বুঝিয়ে দিচ্ছে যে, 57 টি আসন নির্ণায়ক হতে পারে। আর এই 57 টি আসনের জন্য ক্ষমতার অদলবদল হয়ে যাতে পারে বলেও মনে করছেন একাংশ। তবে বর্তমানে এই সমস্ত আসনে এগিয়ে রয়েছে শাসকদল। অন্যদিকে এবিপি নিউজ এবং সি ভোটারের যৌথ সমীক্ষায় বলা হয়েছে, শাসকদল পেতে পারে 135 থেকে 159 টি আসন এবং বিরোধী মহাজোটে তেজস্বী যাদবের নেতৃত্বে দখল করতে পারে 77 থেকে 98 টি আসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এক্ষেত্রে দুই জোটের ভোটার শতাংশ 43 শতাংশ এবং আরজেডি পেতে পারে 35 শতাংশ ভোট। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে বিরোধীরা বাড়তি অক্সিজেন পেতে শুরু করেছে। কেননা গত লোকসভা নির্বাচনের থেকে এই সমীক্ষায় তাদের ভোট শতাংশ বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আর সেদিকে লক্ষ্য রেখেই বিহার বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে জোর কদমে চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সমীক্ষা সব সময় শেষ কথা বলে না। আসল কথা বলবে ভোটবাক্স। তাই ভোটবাক্স খোলার পরেই বোঝা যাবে, কোন রাজনৈতিক দল কত ভালো ফল করল। কিন্তু তার আগে এই সমীক্ষা নিয়ে এখন ব্যাপক চর্চা শুরু হয়েছে।

যদি সমীক্ষক সংস্থার এই সমীক্ষার সঙ্গে বাস্তব ফলাফল মিলে যায়, তাহলে বিহারের ক্ষমতা দখলে সমানে সমান লড়াই হতে পারে শাসক এবং বিরোধী দলের। যেভাবে বর্তমানে বিরোধীরা শাসকদলের ওপর চাপ বাড়াতে শুরু করেছে এবং বিরোধীদের জনসভায় ভিড় বাড়তে দেখা যাচ্ছে, তাতে কিছুটা হলেও চাপে শাসকদল। তবে অধিকাংশ সমীক্ষক সংস্থার সমীক্ষায় শাসকদল আবার ক্ষমতা দখল করবে বলে জানানো হচ্ছে। কিন্তু বিরোধীদের ভোট শতাংশ বৃদ্ধি পাওয়ায় শাসকদলের চিন্তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে কোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কারা দখল করে বিহার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!