এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রাক্তন মন্ত্রীকে প্রার্থী হিসেবে মানতে আপত্তি! ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে!

প্রাক্তন মন্ত্রীকে প্রার্থী হিসেবে মানতে আপত্তি! ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের শুধুমাত্র দুটি পৌরসভার নির্বাচন আগামী 19 ডিসেম্বর হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বা এক্ষেত্রে আইনি জটিলতা যদি না থাকে, তাহলেও সেই নির্বাচন সম্ভব, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের শিলিগুড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো। নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঠিক না হওয়ার আগেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ তৃণমূলের 15 নম্বর ওয়ার্ডের নেতা কর্মীরা। যেখানে স্থানীয় কাউকে প্রার্থী হিসেবে চাইছেন তারা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই তৃণমূলের ভেতরের মতানৈক্য যেভাবে প্রকাশ্যে চলে এলো, তাতে যথেষ্ট অস্বস্তিতে শাসকদল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য সমাপ্ত 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন গৌতম দেব। তবে এবার তাকে পৌরসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে গত বিধানসভা নির্বাচনের ফলাফল যদি বিশ্লেষণ করা যায়, তাহলে শিলিগুড়িতে 15 এবং 16 নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির। তাই এই পরিস্থিতিতে 15 নম্বর ওয়ার্ডে গৌতম দেবকে প্রার্থী করার সম্ভাবনা জোরালো হয়ে উঠতে শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে দলগতভাবে কোনো কিছুই ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। তাই প্রথম থেকেই দলের জেলা নেতৃত্বের কাছে চিঠি দিয়ে স্থানীয় কাউকে যাতে প্রার্থী করা হয়, তার জন্য আবেদন জানাতে শুরু করল 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই প্রাক্তন মন্ত্রীকে যে তারা প্রার্থী হিসেবে মানতে নারাজ, আর সেই জন্য আগেভাগে তারা জেলা নেতৃত্বের কাছে এই চিঠি পৌঁছে দিয়েছে, সেই ব্যাপারে সন্দেহ নেই বিশেষজ্ঞদের। যার জেরে একাংশ বলছেন যে, এখন থেকেই প্রার্থী নিয়ে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেল। তাই অবিলম্বে যদি তৃণমূল এই গোষ্ঠীদ্বন্দ্বকে সামাল দিতে না পারে, তাহলে তার ফল ভবিষ্যতে ভুগতে হবে তাদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!