এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নাটকবাজি দেখে অভ্যস্ত মানুষ” এই ইস্যুতে মমতাকে কটাক্ষ দিলীপের!

“নাটকবাজি দেখে অভ্যস্ত মানুষ” এই ইস্যুতে মমতাকে কটাক্ষ দিলীপের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বুধবার মধ্যমগ্রামের প্রশাসনিক বৈঠক থেকে একাধিক দপ্তরের কাজে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ত দপ্তরের কাজ নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী বলেন, “এই দপ্তরের নাম দেওয়া উচিত হেলদোল দপ্তর।” স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে বাড়তি হাতিয়ার পেয়ে গিয়েছে বিরোধীরা। তবে এবার গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় বিধলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

সূত্রের খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ করতে বের হন দিলীপ ঘোষ। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ত দপ্তর নিয়ে যে অসন্তোষ প্রকাশ করা হয়েছে, সেই ব্যাপারে প্রশ্ন করা হয় তাকে। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “আসলে এখন এই সমস্ত কথা বলে উনি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন। উনি কখনও বলেন, অক্সিজেন কম যায়, আবার কখনও কেষ্টর টাকা দিয়েই পার্টি চলে‌। সুতরাং এই নাটকবাজি দেখে বাংলার মানুষ অভ্যস্ত। এখন বিজেপি এসেছে। বিজেপি সর্বাত্মকভাবে সমস্ত দোষ ত্রুটির বিরোধিতা করবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, নিজের সরকারের দোষ ত্রুটি ঢাকবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সরকারি আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ধমক দিচ্ছেন। কিন্তু আদতে যে কাজের কাজ সরকার কোনোদিনই করে না, সেই কথাই নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন দিলীপ ঘোষ। যার ফলে রাজ্য আরও চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!