এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ২০১৯-এ লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির সাম্ভাব্য প্রার্থী তালিকা

২০১৯-এ লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির সাম্ভাব্য প্রার্থী তালিকা

২০১৯ এর দামামা বেজে গেল বঙ্গ-বিজেপির অন্দরমহলে। পঞ্চায়েতের ফলাফলে উজ্জীবিত গেরুয়া-শিবির মনে করছে আগামী লোকসভা নির্বাচনে ২০-২২ টা আসন পাওয়া খুব একটা কঠিন হবে না, যদি ঠিক জায়গায় ঠিক প্রার্থী দেওয়া যায় তাহলে সংখ্যাটা ৩২-৩৪ ছাড়িয়ে যেতে পারে। রাজ্যে ঘাসফুলের দাপটে উড়ে গেলেও লোকসভা ভোট নিয়ে এতটাই আত্মবিশ্বাসী গেরুয়া শিবিরের অন্দরমহল। এমনকি, ইতিমধ্যেই বেশ কিছু আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত হয়ে গেছে দলীয়স্তরে। যদিও, সেই সব নাম আপাতত যাবে দিল্লিতে আর তারপরেই তাতে সিলমোহর পড়বে। উপরন্তু বিজেপি শিবিরের দাবি যতদিন যাবে তত অন্যান্য দল থেকে হেভিওয়েট নেতাদের আসার সম্ভাবনা প্রবল হবে, এমনকি অরাজনৈতিক অথচ পরিচিত-জনপ্রিয় বেশ কিছু মুখও বিজেপিতে যোগদানে সম্ভাবনা তৈরী হচ্ছে। ফলে কিছু কিছু জায়গায় নামের পরিবর্তন হবে, কিন্তু এখনো পর্যন্ত যেসব নামে প্রায় সিলমোহর পরে গেছে সেই তালিকায় নেহাত ছোট নয়। যদিও এই নিয়ে সরকারিভাবে গেরুয়া শিবির থেকে এখনো কিছুই জানানো হয় নি, কিন্তু সংগঠনের বিভিন্ন স্তর থেকে যে আভাস পাওয়া যাচ্ছে তা হল –

১. বীরভূম – লকেট চট্টোপাধ্যায়
২. বোলপুর – দুধকুমার মন্ডল
৩. আসানসোল – বাবুল সুপ্রিয়
৪. মেদিনীপুর – দিলীপ ঘোষ
৫. কলকাতা-উত্তর – সোমব্রত মন্ডল
৬. কলকাতা-দক্ষিণ – তথাগত রায়
৭. ব্যারাকপুর – অর্চনা মজুমদার
৮. বসিরহাট – শমীক ভট্টাচার্য
৯. দমদম – দেবশ্রী চৌধুরী
১০. হাওড়া – রাহুল সিনহা
১১. বাঁকুড়া – সুভাষ সরকার
১২. পুরুলিয়া – আশিস সরকার
১৩. বারাসত – সায়ন্তন বসু
১৪. তমলুক – লক্ষ্মণ শেঠ
১৫. কৃষ্ণনগর – জয়প্রকাশ মজুমদার
১৬. জলপাইগুড়ি – জয় ব্যানার্জি
১৭. মালদা-দক্ষিণ – সুমন বন্দ্যোপাধ্যায়
১৮. আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
১৯. শ্রীরামপুর – প্রতাপ বন্দ্যোপাধ্যায়
২০. ডায়মন্ড-হারবার – রাজকমল পাঠক
২১. যাদবপুর – চন্দ্রকুমার বসু
২২. বালুরঘাট – বিশ্বপ্রিয় রায়চৌধুরী
২৩. হুগলি – চন্দন মিত্র
২৪. ঝাড়গ্রাম – বিকাশ মুদি
২৫. বনগাঁ – কেডি বিশ্বাস
২৬. রায়গঞ্জ – রাজু বন্দ্যোপাধ্যায়

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!