এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > জামিনের মামলা নিয়ে বাড়ছে জটিলতা, হাল ছাড়তে নারাজ খালেদা জিয়া শিবির

জামিনের মামলা নিয়ে বাড়ছে জটিলতা, হাল ছাড়তে নারাজ খালেদা জিয়া শিবির


তিনটি মামলার জন্যে একত্রে হাইকোর্টে জামিন আবেদন করলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার সকালেই হাইকোর্টের নির্দিষ্ট বিভাগে জামিন আবেদন পেশ করা হয়েছে। এই প্রসঙ্গে বিএনপির আইন সম্পাদক আইনজীবী কায়সার কামাল বললেন, এর আগে নিম্ন আদালতে এসব মামলার জন্যে বেগম খালেদা জিয়ার জামিন আবেদন করা হয়েছিলো। আদালত ঐ আবেদনের ভিত্তিতে শুনানি শুরু করলেও জামিন মঞ্জুর করেনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উলটে আরোও বিশদে শুনানির জন্যে রাখা হয়েছে। এইরকম সাধারণত অন্য মামলার ক্ষেত্রে দেখা যায়না। নিম্ন আদালতে জামিন মঞ্জুর না হওয়ার কারণেই এদিন হাইকোর্টে জামিনের আবেদন করে আইনজীবি। উল্লেখ্য চলতি বছরের ৮ ই ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। বর্তমানে খালেদা জিয়া পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের জেলে বন্দি রয়েছেন । এই মামলার আরেক অভিযুক্ত তথা খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকার আর্থিক জরিমানা ও করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!