এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্ণাটক এখন ‘অতীত’, হতাশা ঝেড়ে বাংলা-ওড়িশা-তেলেঙ্গানার অঙ্ক নিয়ে ব্যস্ত অমিত শাহ

কর্ণাটক এখন ‘অতীত’, হতাশা ঝেড়ে বাংলা-ওড়িশা-তেলেঙ্গানার অঙ্ক নিয়ে ব্যস্ত অমিত শাহ


বহু প্রচেষ্টার পরে ও কর্ণাটক রাজ্যের শাসন ভার অধরা থেকে গেলো বিজেপির। তবে পরাজয়ের গ্লানিতে মুখ লুকিয়ে আদৌ বসে নেই দলের সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির দলীয় সূত্রের খবর অনুসারে অমিত শাহ’র লক্ষ্য এখন তেলেঙ্গানা, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।  অল্প দিনের মধ্যেই তেলেঙ্গানা বিধানসভা নির্বাচন। তাই সেদিকেই নজর অমিত শাহ’র। রাজ্যের দলীয় সংগঠন সুদৃঢ় করণই প্রধান লক্ষ্য বিজপি দলের। দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে শীঘ্রই নির্বাচনী কার্যে রাজ্যের কর্মী ,সমর্থক সহ রাজ্য নেতৃত্বের সাথে বৈঠক করতে তেলেঙ্গানা সফরে যাবেন অমিত শাহ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেখানে গিয়ে রাজনৈতিক পরিস্থতি খতিয়ে দেখবেন তিনি। ত্রিপুরা জয়ের পরে চরম আত্মবিশ্বাসে পুর্ণ হয়ে কর্ণাটক নির্বাচনের প্রচার কার্যে অংশ গ্রহণ করেছিলেন অমিত শাহ’র নেতৃত্বে বিজেপি দল। কিন্তু সেখানেও আস্থা ভোট প্রমাণ করতে না পেরে শপথ গ্রহণের আড়াই দিনের মাথায় বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা কে পদত্যাগ করতে হয়। একই সময়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি দলের নাম।  উল্লেখ্য ত্রিপুরা বিজয়ের পরে সাংবাদিক বৈঠকে অমিত শাহ জানিয়েছিলেন বাংলা জয় না হলে বিজেপির জয়যাত্রা অসম্পূর্ণ রয়ে যাবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে দ্বিতীয় সফল দল হিসেবে উঠে এসে বিজেপি দল যে কিছুটা হলেও অমিত শাহ’র নেতৃত্বে রাজ্যে বিজেপির জয় যাত্রা এগিয়ে নিয়ে যেতে পেরেছে বলে রাজনৈতিক মহল সূত্রে দাবি করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!