এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষকদের জন্য খুশির খবর! শিথিল হল বিভিন্ন শর্ত

শিক্ষকদের জন্য খুশির খবর! শিথিল হল বিভিন্ন শর্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সরকারি সাহায্য প্রাপ্ত ও  সরকার পোষিত  স্কুলের শিক্ষক শিক্ষিকা দের বদলি সংক্রান্ত নানান সমস্যার সমাধানের জন্য নিয়ে আসা হয়েছিল রাজ্যের তরফ থেকে উৎসশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের  শিক্ষাকর্মীরা তাদের বদলি সংক্রান্ত নানান তথ্য দিয়ে বদলির জন্য আবেদন করতে পারছিলেন  । তবে শিক্ষকদের জন্য খুশির খবর হল যে এই উৎসশ্রী প্রকল্প এর আগে যে সমস্ত শর্ত গুলি ছিল তা অনেকটা শিথিল করা হয়েছে তাতে সাড়া দিয়েছে স্কুলের শিক্ষা দপ্তরও এর মূল উদ্দেশ্য হলো শিক্ষক বদলির প্রক্রিয়াকে খুব মসৃণ ও সহজতর করা । এর আগে শিক্ষক-শিক্ষিকা এবং  শিক্ষাকর্মীরা তাদের চাকরির বয়স ন্যূনতম পাঁচ বছর না হওয়া পর্যন্ত মিউচুয়াল ট্রান্সফারে সুযোগ পাচ্ছিলেন না কিন্তু বর্তমানে তা পাবেন সেই বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ।  এছাড়াও চাকরির পাঁচ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত চারটি বিশেষ কারণের বদলির জন্য আবেদন করা যাচ্ছিল না বর্তমানে তা আবেদন করা যাচ্ছে । বাড়ি থেকে 200 কিলোমিটারের মধ্যে হলে 4 নম্বর দেওয়া হচ্ছিল এখন তা  300 কিলোমিটার বা তার বেশি হলে 6 নম্বর দেওয়া হচ্ছে । সামগ্রীক ভাবে বলা যেতে পারে বদলি সংক্রান্ত প্রক্রিয়া টি এখন অনেকটাই শিথিল হল ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!