প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপি বিরোধীতায় গোটা দেশজুড়ে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু সেই জোটের ভবিষ্যৎ কি, তারা কি করবে, এখন সেই জোটে কতজন আছেন, তা কেউ জানে না। আর তার মধ্যেই এবার কি সেই ইন্ডিয়া জোটের সঙ্গে চরম সংঘাতে যেতে চলেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কেন এই কথা বলা হচ্ছে! কারণ, বাম শাসিত কেরালায় সামনেই রয়েছে একটি আসনে উপনির্বাচন। আর সেই আসনেই এবার প্রার্থী দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছে ঘাসফুল শিবির।

বলা বাহুল্য, আগামী ১৯ জুন দেশের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। যার মধ্যে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র রয়েছে। অন্যদিকে কেরলের নীলাম্বুর আসনেও উপনির্বাচন হওয়ার কথা। আর সেই উপনির্বাচনই এবার পাখির চোখ তৃণমূলের। জানা গিয়েছে, বাম শাসিত কেরালায় এবার নিজেদের ছাপ ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই এই নীলাম্বুর কেন্দ্রের বিধায়ক পি ভি আনভারকে একসময় দলে নেওয়ার পর এবার তাকে সামনে রেখেই সেই কেন্দ্রে ঘাসফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন একাংশ।

বিজেপির ঘনিষ্ঠ মহলের দাবি, দেশে ইন্ডি জোট বলে কিছু নেই। তাদের পিন্ডি চটকে গিয়েছে। নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার যেভাবে কাজ করছে, তাতে তারা অনেকদিন আগেই উবে গিয়েছে। এখন নিজের রাজ্যে ব্যর্থ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেরলে গিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে এইসব করে লাভ হবে না। কেরলে বাম সরকারের যেমন বিদায় হবে, ঠিক তেমনই তৃণমূলকে শুন্য হাতে সেখান থেকে নোটার থেকেও কম ভোট পেয়ে ফিরে আসতে হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।