প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা খুব ভালো মতই উপলব্ধি করেছেন যে, সংখ্যালঘুদের ভোট বিজেপি খুব একটা বেশি পাবে না। তাই হিন্দু সনাতনীদের ঐক্যবদ্ধ করার কাজ প্রথম দিন থেকেই চালিয়ে যাচ্ছেন তিনি। যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেখানেই পৌঁছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ মালদহে ৩৫ ফুট সুউচ্চ শ্রী শ্রী হনুমানজীর মূর্তি উন্মোচনে উপস্থিত হয়ে হিন্দু সনাতনীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, আগামী রবিবার যে ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা, যেখানে ব্রিগেডে প্রায় ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, সেখানে সকল হিন্দু সম্প্রদায়ের মানুষদের সামিল হওয়ার আহ্বান জানালেন তিনি।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। তবে রাজনৈতিক হোক বা অরাজনৈতিক, বিভিন্ন কর্মসূচিতে গিয়ে শুভেন্দু অধিকারী একটাই কথা বলছেন যে, ২৬ এর ভোটের আগে সমস্ত হিন্দুদের একত্রিত হতে হবে। যেভাবে মহেশতলায় তুলসী মন্দির ভেঙে ফেলা হয়েছে, যেভাবে মা কালীকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে, তা হিন্দুদের পক্ষে মোটেই সুখকর নয়। তাই এই বাংলায় বাঙালি হিন্দুদের রক্ষা করতে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। আজ মালদহে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে নিজেদের শক্তি দেখাক বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন মালদহে একটি ধর্মীয় অনুষ্ঠানে সামিল হন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “হিন্দুরা সবাই একজোট হন। দেশভাগের সময় হিন্দুদের পালাতে দেখেছি। এখন ধুলিয়ানে হিন্দুদের পালাতে দেখলাম। হিন্দুরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকুন। হিন্দুরা নিজেদের তাকত দেখাক, নিজেদের শক্তি দেখাক। আগামী রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কন্ঠে গীতা পাঠ হবে। যে সমস্ত হিন্দুরা পারবেন, তারা সেখানে উপস্থিত হবেন। আর যারা পারবেন না, তারা টিভি, মোবাইলে দেখবেন, আর গীতা পাঠ করবেন।”