এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > লোকসভায় খারাপ ফল হলেও পজিটিভ ইঙ্গিত, বড় দাবি বিজেপি বিধায়কের!

লোকসভায় খারাপ ফল হলেও পজিটিভ ইঙ্গিত, বড় দাবি বিজেপি বিধায়কের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজকে লোকসভায় বিজেপির আসন সংখ্যা কিছু কমেছে বলে কিছু নেতা লাফালাফি শুরু করে দিয়েছেন। সবাই শুভেন্দু অধিকারীকে দোষ দিতে শুরু করেছেন। কিন্তু তারা যে ভোটের অংক না বুঝেই এই সমস্ত ভুল বকছেন, তা এবার স্পষ্ট করে দিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি একেবারে খাতায়-কলমে বুঝিয়ে দিলেন, আসন কমলেও চিন্তা নেই বিজেপির। বরঞ্চ বিধানসভায় বিজেপির এই রাজ্যে ক্ষমতা দখল করার যে লক্ষ্য, তার কাছাকাছি তারা অনেকটাই পৌঁছে গিয়েছে। আর এটাই গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত পজেটিভ ইঙ্গিত।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “লোকসভায় আমাদের আসন কমেছে, এ কথা ঠিক। কিন্তু মাথায় রাখতে হবে, বিধানসভায় আমরা পেয়েছিলাম ৭৭ টি আসন। আর এখন এবারের লোকসভার যদি ফলাফল বিশ্লেষণ করা যায়, তাহলে আমরা ৯২ টি আসনে লিড পেয়েছি। এছাড়াও এরকম প্রচুর আসন আছে। যেখানে দেড় হাজার, দুই হাজার ভোটে আমরা পিছিয়ে রয়েছে। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত ভালো খবর।”‌

একাংশ বলছেন, বিজেপির যে সমস্ত নেতারা এই ভালো দিক টা না দেখে আসন কমে যাওয়ার পর চিৎকার চেঁচামেচি করছেন এবং মাছ ধরে বেড়াচ্ছেন, তাদের এই কথাটা মনোযোগ দিয়ে শোনা উচিত। যে শুভেন্দু অধিকারী লড়াই দিচ্ছেন এবং তার জন্যই বিজেপি এত ভালো ফলাফল করছে, সেটাকে না দেখে তারা সেই শুভেন্দু অধিকারীকে কি করে খারাপ করা যায়, তার চেষ্টা করতেই মগ্ন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কের মন্তব্য সেই মাছ ধরা এবং সমালোচনা করা নেতাদের মুখে ঝামা ঘষে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!