প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আদালতের একের পর এক ধাক্কায় রীতিমতো নাজেহাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার সুপ্রিম কোর্টে পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হলো, তাতে এই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে প্রবল চিন্তা তৈরি হবে নবান্নের অন্দরে। জানা গিয়েছে, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে ১০ কোটি ৫৩ লক্ষ টাকা। কিন্তু এত বড় নির্দেশ কেন দিলো দেশের শীর্ষ আদালত?

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের সঙ্গে সাঁইথিয়া পৌরসভার দড়ি টানাটানি চলছিল। মূলত, ১৯৮৬ সালে সাঁইথিয়ায় শিশুদের খেলার জায়গা এবং কমিউনিটি হল তৈরির জন্য ৮৩ লক্ষ টাকা দিয়ে একটি জমি অধিগ্রহণ করা হয়েছিল। আর সেই টাকা দিয়েছিলেন তৎকালীন সাংসদ প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। আর এবার সেই মামলার ক্ষেত্রেই চরম ধাক্কা খেলো রাজ্য সরকার।

যতদূর খবর পাওয়া যাচ্ছে, রাজ্য সরকারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি 53 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর ফলে জমি অধিগ্রহণের ফলে যে সমস্ত জমিদাতারা চিন্তায় ছিলেন, তারা দীর্ঘ বছর পর তাদের ক্ষতিপূরণ পেতে চলেছেন। এদিন এই প্রসঙ্গে সাঁইথিয়া পৌরসভার আইনজীবী আশীষ চৌধুরী বলেন, “সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য গ্রাহ্য হয়েছে। রাজ্যকেই সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।”

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই সুপ্রিম কোর্টের একের পর এক নির্দেশের রীতিমত নাজেহাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অর্থনৈতিক ভাড়ার একেবারেই শূন্য বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। আর সেই জায়গায় দাঁড়িয়ে সাঁইথিয়া পৌরসভার সঙ্গে লড়াইয়ে যেভাবে রাজ্য সরকারকে প্রায় ১০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো শীর্ষ আদালত, তাতে যে চরম বেকায়দার মুখে পড়ে যাবে নবান্ন, সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকি বহাল মহল।