এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার বেহাল উন্নয়ন মডেল, পানীয় জলের সংকটে রাস্তায় বসে বিক্ষোভ হেভিওয়েট বিধায়কের!

মমতার বেহাল উন্নয়ন মডেল, পানীয় জলের সংকটে রাস্তায় বসে বিক্ষোভ হেভিওয়েট বিধায়কের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভাতেই দাবি করেন, তার সরকার নাকি মানুষের জন্য সব কাজ করে দিয়েছে। একটা কাজও নাকি বাকি নেই। কিন্তু মানুষের যেটা নিত্যদিনের প্রয়োজনীয় চাহিদার মধ্যে পড়ে, সেই পানীয় জলের বেহাল পরিষেবা রাজ্যের বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আসানসোলের বরাকরে জলকষ্টের মধ্যে রয়েছেন সাধারণ মানুষরা। কিন্তু তারপরেও প্রশাসনের নজর নেই। তাই আজ বাধ্য হয়েই স্থানীয়দের নিয়ে বিক্ষোভে নেমে পড়লেন বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, আসানসোলের বরাকরে জল কষ্টের দাবিতে এদিন সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। যেখানে জিটি রোডে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষরা। আর সেই বিক্ষোভেই উপস্থিত থাকতে দেখা যায় কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারকে। বিজেপির দাবি, এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বেহাল উন্নয়নের অবস্থা। সামান্য পানীয় জল পরিষেবা যে সরকার দিতে পারে না, তাদের মুখে এত বড় বড় কথা মানায় না। তবে জনসাধারণের এই বিক্ষোভের পর প্রশাসনের কতটা হুঁশ ফেরে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!