এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ময়ূর ছেড়ে কিভাবে রাস্তায় নেমে করোনা রুখবেন মমতার কাছে শিখুন মোদী! রাজ্যসভায় দাবি তৃণমূলের!

ময়ূর ছেড়ে কিভাবে রাস্তায় নেমে করোনা রুখবেন মমতার কাছে শিখুন মোদী! রাজ্যসভায় দাবি তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করণা মোকাবিলায় নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বনাম কেন্দ্রীয় সরকারের মধ্যে তরজা নতুন কিছু নয়। প্রায় বিভিন্ন সময় তৃণমূল এবং বিজেপির মধ্যে বিষয়ে রাজনৈতিক তরজা লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় সরকার রাজ্যকে সাহায্য করলেও রাজ্য করোনা মোকাবিলা করতে পারছে না বলে দাবি করে বিজেপি। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে করোনা মোকাবিলার পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ বলে পাল্টা দাবি করে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যসভায় করোনা মোকাবিলা নিয়ে নরেন্দ্র মোদির সরকারকে কড়া ভাষায় আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, এদিন সংসদের উচ্চকক্ষে তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন করোনা মোকাবিলায় কেন্দ্র ব্যর্থ বলে দাবি করেন। তিনি বলেন, “ধারাবাহিক ভাবে যদি দেখা যায় বোঝা যাবে কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ। আপনারা কি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন? আমরা আন্তর্জাতিক পরামর্শদাতা কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। সমস্যা হল সুসময় কেন্দ্র সব কৃতিত্ব নেয়। কিন্তু সংকটকালে আপনারা মুখ্যমন্ত্রীর সমালোচনা শুরু করেন‌ গুরুত্বপূর্ণ আলোচনা থামিয়ে দেন। রাজ্যের ভালো কাজগুলো থেকে শিক্ষা নিন।”

এদিকে পশ্চিমবঙ্গের কথা তুলে ধরে ডেরেক ও’ব্রায়েন কেন্দ্রকে আক্রমণ করে আরও বলেন, “পশ্চিমবঙ্গে কখনও পূর্ণাঙ্গ লকডাউন হয়নি। কমবেশি করে লকডাউন করেছি। আপনারা কি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কাছে অর্থ পৌঁছে দিয়েছেন? বাংলায় যতটা পেরেছি করেছি। মমতার প্রশাসনের থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যবীমা, বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে কোভিড পরীক্ষার কাজ শুরু করাক কেন্দ্রীয় সরকার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সবশেষে করোনা মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে ময়ূরকে খাওয়ানোর একটি ভিডিও নিয়েও কটাক্ষ করতে দেখা যায় রাজ্যসভায় তৃণমূলের দলনেতাকে। ডেরেক ও’ব্রায়েন বলেন, “পূর্বাঞ্চলের ছোটখাটো চেহারার নেত্রী তিনি দেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি রাস্তায় চকের দাগ দিয়ে আমজনতাকে বোঝাতে চেয়েছেন শারীরিক দূরত্বের এখন প্রয়োজন রয়েছে। এটি অতিমারীর একটি ছবি। অপর ছবিটি হল একটি বাগান এবং একটি ময়ূরের।”

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের মধ্যে করোনা পরিস্থিতি আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার রাস্তায় নেমেছেন। কিন্তু তা সত্ত্বেও বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে। আর এই অবস্থায় যখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, ঠিক তখনই সংসদ খোলার সাথে সাথেই এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ময়ুরকে খাওয়ানোর ভিডিওর কথা তুলে ধরে বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশংসা করতে দেখা গেল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। আর সংসারে করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তৃণমূল সাংসদের কটাক্ষকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি তরজা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!