প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সংসদের দুই কক্ষে পাস হওয়ার পর এখন আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী। তবে তা নিয়েও বিভিন্ন বিতর্ক রয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর তার মধ্যেই এবার সেই বিষয় নিয়েই একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বড় নির্দেশ দিলো দেশের শীর্ষ আদালত। দিল্লি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে গুরুদ্বার দখল করার চেষ্টা হলেও, সেখানে আদালতের নির্দেশে বড়সড় ধাক্কা খেলো তারা।

জানা গিয়েছে, দেশ স্বাধীন হওয়ার সময় থেকেই পূর্ব দিল্লির সাহাদারা এলাকায় একটি গুরুদ্বার রয়েছে। তবে ২০১০ সালে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে যখন এই সম্পত্তিটি তাদের বলে দাবি করা হয়, তখন তা নিয়ে একটি মামলা হয়। ওয়াকফ বোর্ড জানিয়ে দেয় যে, এটি কোনো গুরুদ্বার নয়, এটি একটা মসজিদ। তবে গুরুদার কর্তৃপক্ষ পাল্টা দাবি করে যে, ১৯৫৩ সালে এক ব্যক্তি তাদের কাছে সেই জমি বিক্রি করেন। পরবর্তীতে আদালত গুরুদ্বার কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিলে রীতিমত চাপে পড়ে যায় দিল্লি ওয়াকফ বোর্ড। যার ফলে তারা সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়। আর এবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যা জানানো হলো, তাতে দিল্লি ওয়াকফ বোর্ড আরও বড় ধাক্কা খেলো বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই দিল্লি ওয়াকফ বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত বড় নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াকফ বোর্ড যেমন জমির মালিকানা কি রয়েছে, তার প্রমাণ দিতে পারেনি, ঠিক তেমনই গুরুদ্বার কর্তৃপক্ষও কোনো প্রমাণ দিতে পারেনি। তাই এতদিন সেটা যখন গুরুদ্বার কর্তৃপক্ষের কাছে ছিল, তখন তাদেরই এই বিষয়টি সামলানোর দায়িত্ব দেওয়া হোক। স্বাভাবিকভাবেই হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্টেও দিল্লি ওয়াকফ বোর্ডের আবেদন কার্যত খারিজ হয়ে গেল। যা বর্তমান সময়ে অত্যন্ত অস্বস্তির কারণ দিল্লি ওয়াকফ বোর্ডের কাছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।