প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই ক্রমাগত ভারতের সঙ্গে দূরত্ব বাড়ছে বাংলাদেশের। পাকিস্তানের বিরুদ্ধে ভারত পদক্ষেপ নিলেও, কেন এখনও বাংলাদেশকে ছাড় দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন দেশের মানুষের মধ্যে ছিল। বাংলাদেশকে একটু টোকা দিলেই তো তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাহলে ভারতের একটু বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত বলে দেশের মানুষের পক্ষ থেকে দাবি উঠছিল। কিন্তু এবার সেই বাংলাদেশ যে ঘটনা ঘটিয়ে দিলো, যেভাবে যেচে তারা অশান্তি শুরু করলো, তাতে আর কি ভারত সহ্য করবে? এবার কি নেওয়া হবে কড়া পদক্ষেপ! তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কিন্তু কি করেছে বাংলাদেশ?
জানা গিয়েছে, ভুলবশত মালদহের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য শ্রী গণেশ সীমান্তের ওপারে বাংলাদেশের নারায়নপুর ইউনিয়নের জহরপুরে ঢুকে পড়েন। আর তারপরেই বাংলাদেশের কিছু মানুষ তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করেন। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই বিষয় নিয়েই নানা প্রশ্ন তৈরি হয়েছে ভারতের মধ্যে থেকে। একজন বিএসএফ যদি ভুলবশত সীমান্তে ঢুকে পড়ে, তাহলে কেন তার সঙ্গে এই ধরনের অত্যাচার করা হবে? কেন তাকে গাছে বেঁধে মারধর করা হবে! হুমকি দেওয়া হবে? এটাই কি বাংলাদেশের সভ্যতার পরিচয়?
এদিন এই ব্যাপারে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির আহমেদ বলেন, “এদিন সকালে জহরপুর পিলার ১৯ এর সাবপিলার ৫ এর সামনে সাতরশিয়া এলাকায় গরু ও ছাগল চড়ানো অবস্থায় বিএসএফের জওয়ান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং পশুদের তাড়া করেন। এই ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে বিজিবির হাতে তুলে দেন।” অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে যে অনুপ্রবেশের অভিযোগ করা হচ্ছে, তা একেবারেই ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে বিএসএফ। আর এই ঘটনার পরেই সব থেকে বড় যে প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, তা হলো, এরপর কি ভারত বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করবে? আর কত ছাড় দেওয়া হবে বাংলাদেশকে?
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন সিঁদুর চালানো হয়েছিল, তার এক ভাগ যদি বাংলাদেশের বিরুদ্ধে চালানো হয়, তাহলেই গোটা বাংলাদেশকে আর খুঁজে পাওয়া যাবে না। এক বিএসএফ জওয়ানকে যেভাবে তারা গাছের সঙ্গে বেঁধে মারধর করলেন, এটা চরম ঔদ্ধত্যের পরিচয়। এরপরেও আর ভারতের সহানুভূতি দেখানোর প্রয়োজন নেই। সময় থাকতে থাকতেই এবার বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য ন্যূনতম একটা পদক্ষেপ নেওয়া উচিত। কারণ তা না হলে এরা যেভাবে ভারত বিদ্বেষী হয়ে উঠছে এবং ভারতের সীমান্ত রক্ষা করা বিএসএফ জওয়ানের গায়ে হাত তুলেছে, তাতে এটা গোটা দেশবাসীর অপমান বলেই মনে করছেন তারা।