প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত যখন পাকিস্তানকে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে কড়া ভাষায় জবাব দিচ্ছে, তখন এই ভারতের খেয়ে এই ভারতের পড়েই কি কিছু মানুষ দেশবিরোধী কাজ করে চলেছে? বাংলা কি ক্রমশ পাকিস্তানের চরদের হাতে চলে যাচ্ছে? তলায় তলায় এই বাংলায় থেকে কি সর্বনাশ করছেন কিছু মানুষ! কারা এর পেছনে রয়েছেন? এবার শহর কলকাতায় এনআইয়ের তল্লাশি নিয়ে মারাত্মক কথা বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলা বাহুল্য, আজ সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন জায়গায় স্পাই সন্দেহে এনআইয়ের পক্ষ থেকে চলছে তল্লাশি। যার ফলে সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে যে, শহর কলকাতা আদৌ কি নিরাপদ? এখান থেকেই কি জঙ্গিরা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ করার জন্য ভারতের ক্ষতি করছে! ভারতে থেকে পশ্চিমবঙ্গকে নিরাপদ ভেবে তারা কি পাকিস্তানের চর হিসেবে সাধারণ মানুষকে বিপদে ফেলার চেষ্টা করছে! আর এই সমস্ত প্রশ্নের উত্তরে বাংলা যে দেশবিরোধীদের হাব হয়ে উঠেছে, তা বলার পাশাপাশি সেকু-মাকুর কীর্তি ফাস করে দিলেন বিরোধী দলনেতা।

এদিন শুভেন্দুবাবুকে এই ব্যাপারে প্রশ্ন করতেই তিনি ভয়ংকর কথা বলে ফেলেন। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এটা তো দেশ বিরোধীদের হাব হয়ে উঠেছে। না হলে অভয়ার আন্দোলনে ওই মালগুলো ঢাক বাজাচ্ছিল, যারা গাঁজা হেরোইন, চরস খায়, তারা বলছিল, কাশ্মীর মাঙ্গে আজাদী। আপনারাই তো দেখিয়েছেন। এটা কোনো ভারতীয়রা বলতে পারে? পাকিস্তানের চরেরা তো আছেই। যে ১০-১২ টা অ্যারেস্ট হয়েছে, পুলিশ করেনি, পাবলিক থানা ঘেরাও করে…..। পরিষ্কার কথা এটা দেশবিরোধীদের হাব হয়ে উঠেছে। এখানে সেকু আছে, মাকু আছে। কারা সেকু, কারা মাকু, সেটা সবাই জানে।”

বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় যেভাবে রোহিঙ্গা থেকে শুরু করে অনুপ্রবেশের মত ঘটনা ঘটছে, তাতে এমনিতেই বাংলার পরিস্থিতি চিন্তা জনক। তার মধ্যে শুভেন্দু অধিকারী একেবারে ভয়ঙ্কর জায়গায় ঢিল মেরেছেন। এনআইএ নিয়ে যখন স্পাই সন্দেহে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তখন এই বাংলাতেই যে সমস্ত সেকু এবং মাকুর ধ্বজাধারী কিছু মুখ বসে রয়েছে এবং তারা দেশ বিরোধী কাজ চালাচ্ছে, তাদের আগে ভেতরে ঢোকানোর প্রক্রিয়া শুরু করা উচিত। তাহলেই বাংলাতে যে দেশ বিরোধী ষড়যন্ত্রের বিষ বপন করা হচ্ছে, তা গোড়া থেকে উপড়ে ফেলা সম্ভব হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।