প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস যেভাবে চাপে পড়েছেন, তাতে তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু সেরকম কোনো খবর এখনও পর্যন্ত চূড়ান্তভাবে সামনে আসেনি। আর তার মধ্যেই এবার ভয়ংকর বিপদের মুখে পড়ে গেলেন সেই মোহাম্মদ ইউনুস। তার বিরুদ্ধে উঠলো এমন এক অভিযোগ, যাতে বর্তমান পরিস্থিতিতে তিনি যে চাপে রয়েছেন, সেই চাপ আরও দ্বিগুণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন একটি অডিও বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা. যেখানে তিনি বলেন, “কি চলছে দেশে? এখন কেন কেউ কিছু লিখছেন না, বলছেন না? আমি কারওর কন্ঠরোধ করিনি। তখন তো সবাই যেমন ইচ্ছা লিখতে পারত। আজ বাংলাদেশে কারা আছে! জঙ্গি সন্ত্রাসী গ্রুপ। আজকে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। ৯০ হাজার কোটি টাকা শেয়ার মার্কেটে চলে গিয়েছে। আমরা সরকারে থাকতে নাকি সলমন টাকা নিয়ে যেত। এখন তো আমরা নেই। কে টাকা নিয়ে গেল? সাংবাদিকরা লিখছেন না কেন? সত্যি কথা লিখছেন না কেন? গণতন্ত্র মানে হলো জঙ্গিদের শাসন।”

শুধু তাই নয়, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনুসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, “মহম্মদ ইউনুস বাংলাদেশের টাকা পাচার করছে। ইউনুস, তার ভাই, ভাইয়ের ছেলে ও তার মেয়ের সব সম্পত্তির হিসেব বের করা হচ্ছে। বাংলাদেশের উপদেষ্টাদের সকলেই প্রায় বিদেশী নাগরিক। তাদের সব হিসাব বের করা হচ্ছে।”

বিশেষজ্ঞরা বলছেন, একসময় যেভাবে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল, তাতে তার মনে এখনও চাপা কষ্ট রয়েছে। অগণতান্ত্রিক ভাবে তাকে সরানো হয়েছে, এই অভিযোগ গোটা বাংলাদেশের মানুষের। তাই সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচনের আয়োজন না করে ক্ষমতা দখল করতে গিয়ে ইউনুস যে সমস্ত কুকীর্তি করেছেন, তাতে তার পর্দা এবার ফাঁস করে ভয়ংকর সমস্ত তথ্য সামনে এনে দিলেন শেখ হাসিনা। এমনিতেই ইউনুস পদত্যাগ করার পর্যায় চলে এসেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই তিনি চাপে রয়েছেন। আর তার মধ্যে তার বিরুদ্ধে এত ভয়ংকর অভিযোগ উঠে আসায় তিনি সেই চাপ কতটা সামাল দিতে পারেন, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।