প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কাশ্মীরে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দিয়েছে ভারত। কিন্তু তারপরেও পাকিস্তান এমন একটা ভাব দেখাচ্ছিল, যেন তাদের কিছুই হয়নি। উল্টে তারাই নাকি ভারতের অনেক ক্ষতি করে দিয়েছে। কিন্তু পাকিস্তানের এই সমস্ত কথা যে শুধুই মুখের বুলি, বাস্তব যে একেবারেই আলাদা, এবার তা পাকিস্তানের ঘরের ভেতর থেকেই ভয়ংকর তথ্য দিয়ে বুঝিয়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াবাদ শরিফের মেয়ে এবং পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিওম নওয়াজ শরিফ।
জানা গিয়েছে, এদিন সারবোদা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াজ শরিফের মেয়ে মারিয়ম নওয়াজ। আর সেখানেই তিনি বলেন, “গত ৯ মে যা হয়েছে, তার সঙ্গে ৬-৭ মে ভারত পাকিস্তানে যা করেছে, তার সঙ্গে খুব বেশি তফাৎ নেই। সেদিক থেকে দেখতে গেলে পিটিআই পাকিস্তানের বেশি ক্ষতি হয়েছে। ওই ক্ষতি আমাদের শত্রুও করতে পারেনি।”
বিশেষজ্ঞরা বলছেন, এবার পাকিস্তানের বড় বড় মাথারা কি বলবেন? এতদিন তো অনেক বড় বড় ডায়লগ তারা দিচ্ছিলেন। তারা এমনটাই বোঝানোর চেষ্টা করছিলেন যে, ভারত তাদের কোনো ক্ষতি করতেই পারেনি। কিন্তু তলায় ঘা চাপা দিয়ে সেই ঘা অতি সহজে যে শুকনো যায় না, তা যে বেরিয়ে পড়লো, এটা তো স্পষ্ট হয়ে গেল যে, অপারেশন সিঁদুর কতটা ক্ষতি করেছে পাকিস্তানের!
অনেকে বলছেন, সময় থাকতেই শুধরে যাওয়া উচিত পাকিস্তানের। ভারতকে যাতে অপারেশন সিঁদুরের মত আর কোনো পদক্ষেপ নিতে না হয়, তার জন্য জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করুক পাকিস্তান। তা না হলে এবার ভারত যদি জঙ্গিদের কোনো হামলা দেখে, তাহলে পাকিস্তানের সঙ্গে যা করবে, তাতে তাদের আর উঠে দাঁড়ানোর মত পরিস্থিতি থাকবে না। তাই একবার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে পাকিস্তানের মধ্যে থেকেই একের পর এক বিবৃতিতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ভারত তাদের ব্যাপক ক্ষতি করেছে, তাতে এবার সময় থাকতেই শুধরে যাওয়া উচিত পাকিস্তানের।