প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কথায় আছে, টাকা থাকলেই সব হয়। আর আপনি যদি চোখের সামনে রাস্তায় পড়ে থাকতে দেখেন লক্ষ লক্ষ টাকা, তাহলে কি তার থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন? বর্তমান সমাজ অন্তত এতটা সরল নয়। আর সেই রকমই ঘটনা ঘটতে দেখা গেল উত্তরপ্রদেশে। যেখানে রাস্তায় পড়ে থাকা টাকার বান্ডিল, যে যার মত নিয়ে নিজেদের পকেটে ঢোকাতে শুরু করলেন। কিন্তু হঠাৎ কেন রাস্তায় পড়ে এত টাকা?

জানা গিয়েছে, বারাণসী থেকে দিল্লির দিকে একটি লাক্সারি বাস হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছিল। আর সেই সময় গুজরাতের পাটানের এক ব্যবসায়ী সেই বাসে ছিলেন। তিনি বাস থেকে নামতেই দুষ্কৃতীরা তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। একজন দুষ্কৃতী বাইক করে পালিয়ে যাওয়ার সময় টাকার একটি ব্যাগ রাস্তায় পড়ে যায়। আর সেই সময় গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে হাজার হাজার টাকা। পরবর্তীতে পথ চলতি মানুষ সেই টাকা নিজেদের মত পুড়িয়ে পকেটে ঢোকাতে থাকেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশ সহ গোটা দেশজুড়ে।

এদিকে ইতিমধ্যেই যে ব্যক্তির টাকার ব্যাগ ছিনতাই করা হয়েছে, তিনি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যেই পুলিশ সেই এলাকাকে সিল করে দুষ্কৃতীদের খুঁজে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। এদিন এই ব্যাপারে ইন্সপেক্টর সিবি মৌর্য বলেন, “কত টাকা লুট হয়েছে, তা খোঁজ নেওয়ার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে, সেই দুষ্কৃতীদের সনাক্ত করার জন্য। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই এলাকাকে সিল করে দিয়েছে বৃহস্পতিবার রাত পর্যন্ত দুষ্কৃতীদের কোনো খবর পাওয়া যায়নি।”