প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতে কি আবার যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে গেল? ফের সংঘর্ষ বিরতি লংঘন করলো পাকিস্তান? এই সমস্ত প্রশ্ন উঠছে, কারণ জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার কাছে একদম নিয়ন্ত্রণ রেখা বরাবর একের পর এক ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর তার ফলেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকা জুড়ে।

জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে কৃষ্ণাঘাটি সেক্টরে একের পর এক ল্যান্ডমাইন বিস্ফোরণের শব্দ সামনে আসে। কিন্তু কি কারণে এই বিস্ফোরণ? তাহলে কি আবার যুদ্ধের পরিবেশ তৈরি হলো! তবে যা খবর পাওয়া যাচ্ছে যে, সেরকম কিছু ঘটনা ঘটেনি। মূলত, পাহাড়ের জঙ্গলে আগুন লাগার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সেই আগুন নেভানোর কাজ করছে সেনাবাহিনী।

বলা বাহুল্য, বারবার করে ভারত-পাক যুদ্ধের আবহে উত্তপ্ত হয়েছে জম্মু-কাশ্মীর এলাকা। মূলত, এই কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের গুলি করে খুন করার পরেই জঙ্গিদের পাল্টা জবাব দিতে অপারেশন সিঁদুর চালায় ভারত। যার ফলে পাকিস্তান রীতিমত দিশেহারা হয়ে যায়। আর তারপর থেকেই দুই দেশের মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধের পরিস্থিতি।

তবে বর্তমানে ভারত এবং পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘনের সিদ্ধান্ত নিয়েছে। আর তার মধ্যেই সেই জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় এই বিস্ফোরণ নিঃসন্দেহে আতঙ্কের সৃষ্টি করেছিল। তবে এর সঙ্গে যে যুদ্ধের কোনো সম্পর্ক নেই, তা একপ্রকার স্পষ্ট। তবে একের পর এক বিস্ফোরণ রীতিমত ঘুম কেড়ে নিয়েছে আতঙ্কে থাকা জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষদের।