প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-পাক যুদ্ধের আবহের পরবর্তী সময়কালে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে নিয়ে উঠে আসে বিস্ফোরক তথ্য। যেখানে তার সঙ্গে পাকিস্তানের আইএসআই এজেন্টের ঘনিষ্ঠতা খবর সামনে আসতেই গ্রেফতার করা হয় এই ইউটিউবারকে। দেশের মধ্যে থেকে কি করে তিনি পাকিস্তানে সঙ্গে সখ্যতা করেন, কি করে দেশকে বিপাকে ফেলার চক্রান্ত তৈরি করেছেন, তা নিয়ে এতদিন বিভিন্ন তথ্য সামনে এসেছে। আর এবার সেই জ্যোতি মালহোত্রার প্রচুর টাকার সম্পত্তি এবং তার উৎস নিয়ে সামনে এলো বড় তথ্য।

জানা গিয়েছে, হরিয়ানার বাসিন্দা এই জ্যোতি মালহোত্রা প্রথমে হিসারির একটি কলেজ থেকে বিএ পাশ করার পর প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। সেই সময় তিনি ২০ হাজার টাকা করে বেতন পেতেন। পরবর্তীতে সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি ইউটিউবার হিসেবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ব্লগ তৈরি করতে শুরু করেন। আর এই ব্লগের মাধ্যমেই প্রত্যেক মাসে ৫০০০০ থেকে ১ লক্ষের ওপরে তার রোজগার হত বলেই জানা যাচ্ছে।

বলা বাহুল্য, ইতিমধ্যেই জ্যোতি মালহোত্রার অ্যাকাউন্ট খতিয়ে দেখতে তার ৪ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেখানে কিভাবে টাকা আসত, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এই জ্যোতি মালহোত্রার সুবিশাল জমির ওপরে একটি বাড়িও রয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে তাকে নিয়ে যখন এত চর্চা হচ্ছে তখন তার এই অর্থনৈতিক রোজগার এবং সেই সম্পর্কে বিশদ তথ্য খুব ভালো করেই সন্ধান করতে চাইছেন তদন্তকারীরা। কারণ এর পেছনেও পাকিস্তানের কারওর ভূমিকা রয়েছে কিনা, তা ঠিকমত অনুসন্ধান করার বিষয় রয়েছে।