প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমান যুগে ভারত যে একের পর এক বৈপ্লবিক দৃষ্টান্ত স্থাপন করছে, তা বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন দিক থেকে ভারতের গতি শক্তিশালী হচ্ছে। আর এবার এই বছরেই মানবহীন অভিযান হবে বলে ভারতের জন্য বড়সড় সুখবর দিলেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়নন।

বস্তুত, ভারত-পাক যুদ্ধের আবহের পর ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে, তাদের গতিরুদ্ধ হতে পারে, এমনটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বর্তমানে বৈপ্লবিক সূচনা ঘটিয়ে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। তবে কবে তা হবে, তা নিয়ে দেশবাসীর মধ্যে শুরু হয়েছে কৌতূহল। আর সেই বিষয় নিয়েই এবার বড় কথা জানিয়ে দিলেন ইসরোর চেয়ারম্যান।

এদিন তিনি বলেন, “এই বছরটি গগনযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গগনযানের মাধ্যমে মানুষ পাঠানোর আগে আমরা তিনটি মানববিহীন অভিযান করব। যার মধ্যে একটি অভিযান হওয়ার কথা এই বছরেই। এই অভিযানের আগে এখনও পর্যন্ত আজকের তারিখ অনুযায়ী ৭ হাজার ২০০ টি বৈজ্ঞানিক পরীক্ষা করা হয়েছে। এখনও আরও ৩ হাজার অভিযান বাকি রয়েছে। ২৪ ঘন্টায় নিয়মিত পরীক্ষা চলছে। চলতি বছরের ডিসেম্বরে যে মানববিহীন অভিযান করব, সেটা যেন সম্পূর্ণ নির্ভুলভাবে হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”

এক্ষেত্রে ইসরোর চেয়ারম্যানের আরও বক্তব্য, “আগামী ২০২৭ সালের মধ্যে গগনযানের মাধ্যমে মহাকাশে পাড়ি দেবে মানুষ।” তবে তার আগে মানবহীন অভিযানের মধ্যে দিয়ে যাতে কোথাও কোনো সমস্যা না হয়, তা ঠিকমতো দেখে নিতে চাইছে ইসরো। আর বর্তমান পরিস্থিতিতে ইসরোর চেয়ারম্যানের মুখ থেকে এই ঘোষণা সামনে আসতেই প্রবল উৎসাহে ভাসছে গোটা দেশ।