প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারত-পাক যুদ্ধের আবহের পর থেকেই দুই দেশের ক্রীড়া ব্যবস্থাতেও যথেষ্ট প্রভাব পড়েছিল। ভারতের ক্রীড়াবিদদের কাছে যেমন তাদের দেশ সবার আগে ছিল, ঠিক তেমনই পাকিস্তানের ক্রীড়াবিদরাও নিজেদের দেশকেই আগে রেখেছিলেন। যার ফলে প্রভাব পড়েছিল দুই দেশের ক্রীড়াবিদদের ব্যক্তিগত সম্পর্কেও। এবার তা নিয়েই মুখ খুলে দুই দেশের দুই ক্রীড়াবিদরাও বুঝিয়ে দিলেন, আগেকার মত আর কোনো সম্পর্কই থাকবে না তাদের মধ্যে।
বলা বাহুল্য, একসময় দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন। ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানের আর্শাদ নাদিম। তবে দুই দেশের যুদ্ধের আবহের পরিস্থিতির পর নীরজ চোপড়া জানিয়ে দিয়েছিলেন, আর্শাদ নাদিমের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তার। পরবর্তীতে দুজনের মধ্যে তিক্ততার সম্পর্ক ক্রমশ প্রকট হতে শুরু করে। আর এবার নিজের দেশে থাকার কথা বলে নীরজ চোপড়ার সঙ্গেও দূরত্ব বাড়িয়ে দিলেন পাকিস্তানের আর্শাদ নাদিম।
এদিন এই ব্যাপারে আর্শাদ নাদিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ভারতের সঙ্গে সংঘাতের মাঝে আমি নীরাজকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি গ্রামের ছেলে। শুধু এটুকুই বলতে চাই, আমি ও আমার পরিবার দেশের সেনা পাশে রয়েছি।” অর্থাৎ নীরজ চোপড়া যেখানে নিজের দেশ ভারতের পাশে থাকার কথা বলছেন, সেখানে পাল্টা পাকিস্তানবাসী হিসেবে সেই দেশের পাশে থাকার কথা বলে আর্শাদ নাদিম বুঝিয়ে দিলেন যে, দুই বন্ধুর মধ্যে এখন তৈরি হচ্ছে দূরত্ব।
এদিন এই প্রসঙ্গে আর্শাদ নাদিম আরও বলেন, “জ্যাভলিন ছোড়ে, এমন খেলোয়াড়ের সংখ্যা খুব বেশি নয়। প্রত্যেকেই দেশের জন্য লড়াই করে এবং নিজেদের সেরাটা দিতে চায়। আগামী দিনেও সেটাই হবে। এখন যা পরিস্থিতি, তাতে আমাদের সম্পর্কটা আগের মত থাকবে না।” অর্থাৎ ক্রীড়া ক্ষেত্রে দুই দেশের দুই তারকার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তাতে যে এবার মুখ দেখাদেখি বন্ধের পর্যায়ে যেতে চলেছে, তার আভাস ক্রমশ প্রকট হচ্ছে।