প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সাম্প্রতিককালে বারবার অবৈধ বাংলাদেশিদের তথ্য সামনে এসেছিল রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। আর সেই ব্যাপারে রহস্য উন্মোচন করতে গিয়ে মাঝেমধ্যেই শোনা যাচ্ছিল দালাল চক্রের কথা। ভারতীয় দালালরা এপারে বসে যেভাবে বাংলাদেশীদের ঢোকানোর কাজ করছে, তাতে সেই দালালদের আগে জব্দ করতে হবে বলে দাবি করেছিলেন সকলে। আর এবার পুলিশের এক বিশেষ অভিযানে ৫ বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার পাশাপাশি গ্রেপ্তার করা হলো এক ভারতীয় দালালকে।

জানা গিয়েছে, এদিন হাঁসখালিতে পুলিশের পক্ষ থেকে একটি অভিযান করা হয়। আর সেখানেই পাঁচজন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে রয়েছেন, হান্নান মৃধা, মহম্মদ রবিউল মন্ডল, মিকাইল শেখ, রাব্বি শেখ এবং রিক্তা বেগম। শুধু তাই নয়, এদের পাশাপাশি ভারতীয় দালাল, যিনি অবৈধভাবে এদের আশ্রয় দেওয়ার কাজ করেছিলেন এবং সেই দালালের সহযোগিতায় এই বাংলাদেশিরা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই নসীমা মন্ডলকেও গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

বলা বাহুল্য, কিছুদিন আগে শহর কলকাতার বুকে এক পুলিশ অফিসার এক ড্রাইভারের বাচনভঙ্গি দেখে সন্দেহ করেন। আর তারপর তার মাধ্যমে জানতে পারা যায় যে, এক দালালের মধ্যে দিয়ে তিনি ভারতের পরিচয় পত্র তৈরি করে এপারে এসেছেন। আর এবার নদীয়ার হাঁসখালিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ পাঁচ বাংলাদেশকে গ্রেফতার করার পাশাপাশি যেভাবে আরও এক ভারতীয় দালালকে গ্রেফতার করলো, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে, অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে এই রাজ্যের বুকেই অনেক দালাল রয়েছে, যারা সহযোগিতা করছেন। তাই শুধু হাঁসখালিতে অভিযান চালানো নয়, গোটা রাজ্য জুড়েই এইরকম অভিযান চালিয়ে যারা দালাল, যারা এই কাজ করে বাংলা এবং দেশের সর্বনাশ করছেন, তাদের আগে গারদের ভেতরে ঢোকানো উচিত বলেই দাবি পর্যবেক্ষকদের।