এবার রেশন কার্ড নাম বিভ্রাট,সম্প্রতি একটি রেশন কার্ড এর পিকচার ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে রেশন কার্ড টি রায়না ব্লক ১ এর নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামাসপুর গ্রামেরমীনা বেগম এর. নামের জায়গায় রয়েছে মীনা বেগম কিন্তু পিতা বা স্বামীর নামের জায়গায় রয়েছে কলকাতা নাইট  রাইডার্সের নাম। যা ঘিরেই শুরু হয়েছে নেট দুনিয়ায় হাসাহাসি।

অনেকে বলছে ইটা কি সঠিক রেশন কার্ড নাকি এর আড়ালেও রয়েছে পালিয়ে আসা বাংলাদেশিদের ভুয়ো ভোটারকার্ড ও আধারকার্ডের মতো ব্যাপার। অনেকে প্রশ্ন তুলছেন  মীনা বেগম বাংলার লোক নাকি বাংলাদেশি।

 

এই বিষয়ে মীনা বেগম বা সংশ্লিষ্ট দপ্তর কেউ কোনো পতিক্রিয়া দেয়নি এখনো পর্যন্ত।

প্রসঙ্গত বাংলাদেশ থেকে পালিয়ে এস এ রোহিঙ্গাদের টাকার বিনিময়ে আধার কার্ড বানিয়ে দুয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।টাকা নিয়ে আধারকার্ড পাননি এমন ও অভিযোগ উঠেছে। এটাও তার মতো কিনা সে নিয়ে চলছে বিতর্ক।